গ্রীষ্মে চুলের যত্নে কার্যকর ২টি হেয়ার প্যাক

Looks like you've blocked notifications!
গ্রীষ্মে চুলের বাড়তি যত্ন নিন। ছবি : সংগৃহীত

গ্রীষ্মের গরম আর ধুলাবালিতে চুল ও ত্বকের সৌন্দর্য ও কোমলতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিন গোসল এবং প্রায়ই শ্যাম্পু ব্যবহার করার পাশাপাশি চুলকে সুন্দর রাখতে দরকার একটু পরিচর্যার।

এই গ্রীষ্মে চুলের যত্নে কার্যকরী দুটি ঘরোয়া হেয়ার প্যাকের পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা। চলুন একনজর দেখে আসি।

হেয়ার প্যাক : এক

উপকরণ

দই

মধু

ডিম

প্রস্তুত প্রণালি

এই প্যাকটি চুলকে মজবুত ও ঝলমলে রাখতে সাহায্য করে। কারণ, দই চুলকে কন্ডিশনিং করতে, ডিম চুলের আগা মজবুত করতে এবং মধু ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। পাত্রে একটি ডিম নিয়ে ভালো করে ফেটে নিন। সঙ্গে মেশান ছয় টেবিল চামচ দই ও দুই চা চামচ মধু। প্যাকটি চুলে লাগিয়ে ২০ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

হেয়ার প্যাক : দুই

উপকরণ

কলা

অ্যাভোকাডো

প্রস্তুত প্রণালি

পাত্রে দুটি পাকা কলা ও এক-দুটি অ্যাভোকাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। পেস্টটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।