হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করার কৌশল

Looks like you've blocked notifications!

আমাদের সাধারণত হাঁটু ও কনুইয়ের চামড়া কালচে হয়। বাইরে বেরুলে হাঁটুর কালচে দাগ দেখা না গেলেও, হাতের কনুইয়ের কালো দাগ কিন্তু ঠিকই দেখা যায়। এই দাগ দূর করতে ঘরোয়া উপায় প্রয়োগ করতে পারেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে চলুন দেখে নিই দাগ দূর করার কিছু সহজ কৌশল।

লেবুর রস

ত্বকের জন্য বেশ উপকারী লেবু। লেবুর রস হাঁটু ও কনুইয়ের ওপর ১০ মিনিট ভালোমতো লাগিয়ে ঘষুন। শুকিয়ে এলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই ও ভিনেগার

দুটি একত্রে করে মিশ্র তৈরি করুন।মিশ্রণটি ১৫ মিনিট পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারের ফলে কনুই ও হাঁটুর চামড়ার রং স্বাভাবিক রঙে ফিরে আসবে ও উজ্জ্বল হবে।

বেকিং সোডা ও দুধ

ত্বকের কালো দাগ দূর ও উজ্জ্বল করতে বেকিং সোডা খুবই কার্যকর। এক চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। পাঁচ মিনিট রাখুন এবং শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিন বার ব্যবহার করুন- এতে কালো দাগ সহজে দূর হবে।

অ্যালোভেরা

ত্বকের জন্য অ্যালোভেরা জেল খুব ভালো।২০ মিনিট দাগের উপর জেল মেখে অপেক্ষা করুন শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারিকেল তেল

গোসলের আগে নারকেল তেল দাগের উপর ভালো করে ম্যাসাজ করুন। সাবান ব্যবহার না করে এক দুই ফোটা লেবুর রস দিতে পারেন।পরে গরম পানি দিয়ে গোসল করে নিন। এভাবে ব্যবহারে দাগ দূর করবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে।