ঈদ রেসিপি

ঈদে রান্না করুন মালাই সেমাই

Looks like you've blocked notifications!
সুস্বাদু মালাই সেমাই

আজ ঈদ। ঈদে কি সেমাই ছাড়া চলে? এদিন সবাই বাসায় সেমাই রান্না করে। তবে বিশেষ এই দিনে সেমাই যদি একটু ভিন্ন উপায়ে রান্না করা যায়, তাহলে সেমাইটিও বিশেষ হয়ে ওঠে। তাই চলুন দেখে নিই, সুস্বাদু মালাই সেমাই তৈরির রেসিপি।

যা যা প্রয়োজন 
দুধ—দুই লিটার 
লাল সেমাই—এক কাপ
চিনি—আধা কাপ
কনডেন্সড মিল্ক—এক কাপ
এলাচ ও দারুচিনি—তিন/চারটি 
ঘি—এক  চা চামচ
বাদাম কুচি এবং কিশমিশ পছন্দমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে দুধ মৃদু আঁচে রেখে এলাচ আর দারুচিনিসহ জ্বাল দিয়ে ঘন করে ফেলুন। এখন চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

এরপর ঘিয়ে সেমাই অল্প আঁচে লাল লাল করে ভেজে নিন। খেয়াল রাখবেন, বেশি ভাজা করলে খেতে ভালো লাগবে না। 

এখন তৈরি করা দুধের মালাইয়ের সঙ্গে সেমাই মিশিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে রাখুন। নামিয়ে ঠান্ডা করুন দেখবেন, সেমাই ঘন হয়ে যাবে। বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন।