ব্ল্যাক হেডস দূর করার দুই উপায়

Looks like you've blocked notifications!

ব্ল্যাক হেডস একটি অস্বস্তিকর সমস্যা। এই সমস্যায় অনেকেই ভোগেন। ত্বকের ছিদ্রের মধ্যে ময়লা ও তেল জমে ব্ল্যাক হেডস তৈরি হয়। ব্ল্যাক হেডসের কারণে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়, ত্বক কালচে হয়ে যায়। ব্ল্যাক হেডস দূর করতে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন। যেমন : বেকিং সোডা ও মধু।

বেকিং সোডা ও মধু ব্যবহার করে ব্ল্যাক হেডস দূর করার বিষয়ে জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

বেকিং সোডা

ব্ল্যাক হেড দূর করতে বেকিং সোডা একটি চমৎকার ঘরোয়া উপাদান। বেকিং সোডার মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক। এটি ত্বকে ব্যাকটেরিয়ার কাজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

এক চামচ বেকিং সোডা নিন। এর মধ্যে শসার রস, অ্যালোভেরার রস বা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ব্ল্যাক হেডের মধ্যে এটি মাখুন। ২০ থেকে ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুবার এভাবে বেকিং সোডা ব্যবহার করুন।

মধু

মধুর মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। মধুর ফেস মাস্ক ব্ল্যাক হেডস দূর করতে কাজ করে।

ফেস মাস্ক তৈরি করতে একটি ছোট পাত্রে মধু নিয়ে তাপ দিন। এরপর এর মধ্যে সামান্য পানি ও ওটমিল দিন। কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে মাস্কটি ঠান্ডা করুন। এরপর মুখ ও ঘাড়ে মাখুন। ৪৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। মাস্কটি নিয়মিত ব্যবহারে ত্বক নরম হবে।