পঞ্চাশের পর মেকআপ : দুই পরামর্শ

Looks like you've blocked notifications!
ত্বকে রঙের সঙ্গে যায় এমন ফাউন্ডেশন বেছে নিন। ছবি : সংগৃহীত

প্রবীণ বয়সে, বিশেষ করে পঞ্চাশের পরে ত্বকে একটি বিশাল পরিবর্তন হয়। ত্বক ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া, বলিরেখা পড়া এই সময়টার অন্যতম কিছু সমস্যা। ৫০ বছরের পর মেকআপ করাও একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। ভারী কসমেটিকস বা মেকআপ এই সময় ত্বককে আরো ম্লান করে দেয়। 

পঞ্চাশের পর আপনি হয়তো আপনার বয়সকে ঢাকতে পারবেন না। তবে ত্বককে তখনো দীপ্তিময় রাখা সম্ভব। আর এটি সম্ভব মেকআপের কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে। এ সময় সাজের ক্ষেত্রে একটু সতর্কতাও প্রয়োজন।  

পঞ্চাশের পর মেকআপ ভালো করার জন্য কিছু কৌশল জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।    

১. লিপ গ্লস ব্যবহার করুন
পঞ্চাশ বছরের পর ঠোঁটের চামড়া ঝুলে পড়ার সমস্যা হয়। তাই লিপস্টিক ব্যবহার করলে লিপগ্লসও ব্যবহার করুন। 

প্রথমে ঠোঁটে একটি ভালো লিপগ্লস ব্যবহার করুন। এরপর পারফেক্ট রং পেতে লিপস্টিক লাগান। লিপগ্লস ত্বককে নরম করে।

এ ছাড়া এ সময় বেছে নিন হালকা রঙের লিপগ্লস। পাশাপাশি ব্যবহার করুন হালকা রঙের লিপস্টিক।

২. সঠিক ফাউন্ডেশন নির্বাচন করুন
বর্তমানে বাজারে এমন অনেক ফাউন্ডেশন রয়েছে যেগুলো বয়স, ত্বকের প্রকৃতির ওপর নির্ভর করে তৈরি। প্রবীণদের নরম ত্বকের জন্য হালকা ধরনের ফাউন্ডেশন ব্যবহার করুন। পাশাপাশি ত্বকে রঙের সঙ্গে যায় এমন ফাউন্ডেশন বেছে নিন।