বিচ্ছেদে নারী কষ্ট পায় বেশি!
ভুল ব্যক্তির সঙ্গে সম্পর্কের কারণে নারীদের অনেক বড় ক্ষতি হয় এবং তারা কষ্টও পায় বেশি। তবে নারীরা এই কষ্ট অনেক দ্রুত ভুলেও যায়। অন্যদিকে পুরুষদের মনের ক্ষত সারতে কিন্তু বেশ দেরি হয়। সাম্প্রতিক একটি গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নিউইয়র্ক-ভিত্তিক বিংহ্যামটন বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজের সম্মিলিত ওই গবেষণায় ৯৬টি দেশের পাঁচ ৭০৫ জন মানুষ অংশ নেন। গবেষকরা এই অংশগ্রহণকারীদের বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক কষ্টের পরিমাণ পরীক্ষা করে দেখেন।
গবেষকরা দেখেন, বিচ্ছেদের পর নারীরা অনেক বেশি পরিমাণে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট অনুভব করেন। আবার তাঁরা অনেক বেশি কষ্ট পেয়ে থাকলেও তাঁদের কষ্টের ক্ষত অনেক দ্রুত সেরে যায় এবং মানসিকভাবে তাঁরা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন।
অন্যদিকে পুরুষরা পুরোপুরিভাবে সবকিছু ভুলতে পারেন না, তাঁরা শুধু সামনের দিকে এগিয়ে যান। গবেষকদের মতে, নারীরা পুরুষের তুলনায় দ্রুত নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন, আর এ কারণেই ক্ষতটাও দ্রুত সেরে ওঠে।
জীববিজ্ঞানের কিছু নিয়ম মেনেই সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হন নারীরা। গবেষকদের মতে, বিবর্তনের সূত্র মেনেই সম্পর্কের ক্ষেত্রে নারীরা শারীরিকভাবে সুঠাম দেহের পুরুষদের বেছে নেন। কোনো কারণে এই পুরুষের সঙ্গে বিচ্ছেদ হলে তাই নারীদের কষ্টের পরিমাণটাও বেশি হয়।
ব্রেকআপ বা বিচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে ৩০ বছর বয়সের মধ্যে অন্তত তিনবার ব্রেকআপের আশঙ্কা থাকে। এর মধ্যে এমন একটি বিচ্ছেদ হয় যা অনেক গভীরভাবে আমাদের ওপর প্রভাব ফেলে এবং এই ক্ষত কয়েক সপ্তাহ অথবা কয়েক মাসেও নিরাময় হয় না। গবেষণাটিতে বলা হয়েছে, বিচ্ছেদের পর মানুষের চাকরি চলে যায়, ছাত্রছাত্রীরা ক্লাসে ফাঁকি দেয়, অন্যমনস্ক থাকে এবং নিজেরা মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে। তবে চিন্তার কিছু নেই কারণ প্রকৃতিতে টিকে থাকার লড়াইয়ে কোনো না কোনো জায়গা থেকে ঠিকই শক্তি সঞ্চিত হয়ে যায়।