শীতে নখ ভালো রাখার চার উপায়

Looks like you've blocked notifications!
নখ ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খান। ছবি : ফেমিনা

শীতে নখ ভঙ্গুর হয়ে যায়। শীতের ঠান্ডা হওয়া নখ ও হাতকে রুক্ষ করে তোলে। তাই শীতে নখের একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। শীতে নখের যত্নে কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।  

১. হ্যান্ড ক্রিম বা হ্যান্ড লোশনের ক্ষেত্রে বেছে নিন আলফা হাইড্রোক্সি এসিড, ল্যানোলিন অথবা ইউরিয়া সমৃদ্ধ পন্য। এগুলো নখকে ভালো রাখতে কাজ করবে।

২. গৃহস্থালি কাজে পানির ব্যবহার বেশি করতে হয়। শীতে অতিরিক্ত পানির ব্যবহার হাতকে শুষ্ক করে তোলে। তাই হাতের সুরক্ষায় গ্লাভস ব্যবহার করুন।

৩. স্বাস্থ্যকর খাবার নখ ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন রাখুন।

৪.নেইল পলিসের রাসায়নিক পদার্থ নখকে দুর্বল করে দেয়। তাই নেইল পলিশ ব্যবহার করলে খুব ভালো মানের ব্যবহার করুন। আর নেইল পলিশ রিমুভার ব্যবহারের সময় খেয়াল করুন, যেন এটি এসিটোন সমৃদ্ধ না হয়। কারণ, এ ধরনের উপাদান নখকে আরো শুষ্ক ও ক্ষতিগ্রস্ত করে তোলে।