রাশিফল

মিথুনের জুন মাস কেমন যাবে?

Looks like you've blocked notifications!

এ মাসের শুরুতে ইউরেনাস মেষ রাশিতে, বুধ, ও রবি বৃষে শুক্র মিথুনে, রাহু কর্কটে, বৃহস্পতি তুলায়, প্লুটো, শনি ও চন্দ্র ধনুতে। মঙ্গল ও কেতু মকরে। নেপচুন কুম্ভ রাশিতে অবস্থান করছে। উপরোক্ত গ্রহ অবস্থানের ফলে সামগ্রিকভাবে এ মাস বাংলাদেশের জন্য মিশ্র সম্ভাবনাময়। এ মাসের রাশিফল।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মিথুনের জাতক/জাতিকার এ মাস মিশ্র সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে।

আর্থিক সম্ভাবনা

অর্থ আপনার জীবনে প্রচুর আসবে। ব্যয়ের অভ্যাস আপনার স্বভাবগত। ফলে সঞ্চয়ের পরিমাণ উল্লেখযোগ্য হবে না। ৩০ বছর বয়স পর্যন্ত আর্থিক সঞ্চয়ের সম্ভবনা খুবই ক্ষীণ। তবে জীবনের সূর্য যখন মধ্য গগনে তখনই আপনার জীবনে সাফল্যের সর্বোৎকৃষ্ট সময়।

স্বাস্থ্য

মিথুন রাশির জাতক কখনো কখনো শারীরিক গঠনের দিক দিয়ে বেঁটে ধরনের হয়ে থাকেন। তবে শরীর এঁদের মনের মতোই সক্রিয়। স্নায়ু, বক্ষ বিশেষতঃ ফুসফুস এবং হৃদযন্ত্র এঁদের শরীরের দুর্বলতম অঙ্গ। এই রাশির জাতক-জাতিকারা নিজের স্বাস্থ্য, সৌন্দর্য ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে খুব একটা সচেতন নন। হজমের গোলমাল, পেটের উপরের অংশে পীড়া, চর্মরোগ প্রভৃতি দেখা দিতে পারে। 

পারিবারিক জীবন

পারিবারিক জীবনের আপনি সুখী। কারণ স্বামী বা স্ত্রী হিসেবে আপনি কর্তব্যপরায়ণ। পরিবারের কর্তা হিসেবে সবার প্রতি আপনার সজাগ দৃষ্টি এবং সব পরিবেশ ও পরিস্থিতিতে আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন। মিথুনের জাতক-জাতিকারা অথিতি পরায়ণ। আত্নীয় স্বজন ও বন্ধু-বান্ধবে সর্বদা আপনার গৃহ পরিপূর্ণ এবং মুখরিত থাকবে। এ জন্য আপনার ব্যয় বেড়ে যাবে। তবু পারিবারিক জীবনে আপনি সার্থক ও সফল।

প্রেম

আপনার মন সদা পরিবর্তনশীল। তাই কখনো একজনকে নিবিড়ভাবে ভালোবেসে আপনি পরিতৃপ্ত থাকতে পারবেন না। জীবনে অনেককেই ভালো লাগবে। ভালোও হয়তো বাসবেন। কিন্তু বিয়ে করবেন অন্য কাউকে। যাকে ভালোবেসেছেন তাকে নয়। তবু আপনার বিবাহিত জীবন সুখের হবে।

বন্ধুত্ব

যাঁরা আপনার নিজের রাশিতে জন্মেছেন অথবা সেপ্টেম্বরের ২১ তারিখ থেকে ২৭ অক্টোবর, ২১ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর এবং ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে যাঁদের জন্ম তাঁদের সাথেই আপনার শুভ এবং স্থায়ী বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় জ্যোতিষে রাশির পরিচয়

মিথুন রাশি পুরুষ রাশি এবং ইহার অধিপতি গ্রহ বুধ। ইহা মিশ্র, ক্রুর বায়ু ওজ এবং বিষম রাশি। মিথুন রাশি পশ্চিম দিকের অধিপতি এবং এর বর্ণ হলুদ।

শুভ বর্ণ

শুভ রত্ন : পান্না, সোলেমানি, আকিক, পোখরাজ, হীরক, মুক্তা, টোপাজ, রাজবর্ত (এমেথিস্ট), এবং চন্দ্রকান্তমণি। রত্ন নির্বাচনের ক্ষেত্রে জন্মকালীন গ্রহাবস্থানের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা উচিত।

মিথুন রাশির জাতক-জাতিকার জন্য বিশেষ উপদেশ

ক) ধৈর্য ও একাগ্রতার সাথে যেকোনো কাজ সমাধান করুন।

খ) দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করবেন না।  

গ) খাওয়া-দাওয়ায় খুব সাবধানতা অবলম্বন করুন। 

ঘ) যোগ ব্যায়াম অভ্যাস করুন। 

মিথুন রাশির কতিপয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

১. ইন্দোনেশিয়ার জাতির জনক ডঃ আহমদ শোয়েকার্ণো।

২. মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব পররাষ্ট্রমন্ত্রী ও নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্ববিখ্যাত কূটনৈতিক ডঃ হেনরি কিসিঞ্জার।

৩. বাংলা সাহিত্যের যুগ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

৪. ‘আঙ্কলস টমস কেবিন’ এর লেখিকা হ্যারিয়েট বীচার স্টোই

৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি এবং আততায়ী কর্তৃক নিহত জন এফ কেনেডি।

৬. বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি আবদুল কাদির।

৭. মহারাণী ভিক্টোরিয়া।

৮. মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ।

৯. সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম।

১০. কবি ফররুখ আহামদ।

১১. বাংলাদেশের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাব্রতী আলহাজ্জ মকবুল হোসেন।

১২. বিপ্লবী চে’ গুয়েভারা

১৩. লিওনিদ ব্রেজনেভ

১৪. মার্শাল টিটো

১৫. রাজা রামমোহন রায়

১৬. মেরিলিন মনরো

১৭. রাণী হামিদ

১৮. শাবানা

১৯. জনসংযোগ ব্যক্তিত্ব খোন্দকার হাবিবুর রহমান প্রমুখ।