বিশ্ব রঙের মেহেদি উৎসব

Looks like you've blocked notifications!
১৩ ও ১৪ জুন বিশ্ব রঙের মেহেদি উৎসব। ছবি : সংগৃহীত

ঈদ, বিয়ে, পূজা-পার্বণ—বাঙালির যেকোনো উৎসব মানেই মেহেদির রঙে রঙিন হওয়া। আর তাই আসন্ন ঈদ সামনে রেখে ‘বিশ্ব রঙ’ আয়োজন করতে যাচ্ছে ‘মেহেদি উৎসব-২০১৮’। ১৩ ও ১৪ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিশ্ব রঙের বিয়েবাড়ির গল্প আউটলেটে চলবে এই উৎসব।

উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী অপি করিম। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই উৎসব উন্মুক্ত থাকবে সবার জন্য।

অনুষ্ঠান প্রসঙ্গে ফ্যাশন ডিজাইনার এবং ‘বিশ্ব রঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা বলেন, “ঈদকে ঘিরে আমরা এই আয়োজন করছি। নারায়ণগঞ্জে ‘বিয়েবাড়ির গল্প’ নামে একটি আউটলেট রয়েছে আমাদের। ওখানে হচ্ছে প্রোগ্রামটা। যেটা হয়, সাধারণত আউটলেটে মেয়েরা আসে, মেহেদি দিয়ে চলে যায়। তবে এবার প্রতিযোগিতার মতো করে করা হচ্ছে। যারাই মেহেদি পরাবে, তাদের মধ্যে পুরস্কৃত করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকছে। কেউ চাইলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, আবার কেউ চাইলে মেহেদিও পরতে পারবে। আসলে মেহেদি উৎসবটা সাধারণ মানুষের, উৎসবটা তাদের জন্যই।’

বিয়েবাড়ির গল্প আউটলেটটিতে পাগড়ি, মুকুট, গয়না, পোশাক থেকে শুরু করে বিয়ে-সংক্রান্ত সব পাওয়া যাবে জানিয়ে বিপ্লব সাহা বলেন, ‘এটি বিয়ে সংক্রান্ত স্থায়ী একটি আউটলেট। বিশ্ব রঙের নামে যখন রং ছিল, তখনো আমরা ছোট পরিসরে এটি করেছি। তবে এখন বড় পরিসরে করা হচ্ছে।’