ঈদ স্পেশাল বিফ স্টেক

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

সামনেই কোরবানির ঈদ। আর কোরবানির ঈদে প্রতিটি বাড়িতে থাকে মাংসের তৈরি মজার মজার নানা রকম খাবার। এরই মধ্যে অনেকে নানা রকম রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাই আমাদের আজকের আয়োজন বিফ স্টেক। খুব সহজে ঈদে বাসায় এই খাবার আপনারা রান্না করতে পারবেন। চলুন দেখে নেই রেসিপিটি :

উপকরণ :

  • গরুর মাংস (চওড়া লম্বাটে সাইজের ২০০ গ্রামের এক টুকরা)
  • টমেটো সস এক টেবিল চামচ
  • ওয়েস্টার সস এক টেবিল চামচ
  • গোলমরিচ এক চা চামচ
  • মাস্টার্ড বাটার এক চা চামচ
  • ফিশ সস আধা চা চামচ
  • আদা, রসুন বাটা এক টেবিল চামচ
  • চিনি সামান্য,
  • পেঁপে বাটা এক টেবিল চামচ
  • তেল পরিমাণমতো
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি বাটিতে টমেটো সস, ওয়েস্টার সস, গোলমরিচ, মাস্টার্ড বাটার, ফিশ সস, আদা-রসুন বাটা, চিনি, মধু, পেঁপে বাটা ও লবণ দিয়ে মাখিয়ে বাটার তৈরি করুন। মনে রাখবেন, লবণ খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। কারণ, ওয়েস্টার সস ও ফিশ সসে প্রচুর লবণ থাকে। এবার গরুর মাংসের টুকরাটি এই বাটারের মধ্যে মেরিনেটের জন্য দুই থেকে তিন ঘণ্টা রেখে দিন। চুলায় ননস্টিক প্যানে তেল দিয়ে অল্প আঁচে মাংসের টুকরাটি ভাজুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। একটু পর ঢাকনা সরিয়ে উল্টে দিয়ে আবার ভাজুন। এর পর চুলা থেকে নামিয়ে ওভেনে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে ২০ থেকে ২৫ মিনিট রান্না করুন। মাংস থেকে যে পানি বেরিয়ে আসবে, তা সস হিসেবে স্টেকের ওপর ছড়িয়ে দিয়ে গরম থাকা অবস্থায় খেতে পারলে স্বাদ বেশি লাগবে।