ঈদবাজার
ঈদ উপলক্ষে ফ্রিজে ছাড়

কোরবানির ঈদ মানেই মাংস খাওয়ার ধুম। তবে একবারে তো আর সব মাংস রাঁধা যায় না আবার খাওয়াও যায় না। কাজেই সংরক্ষণের চিন্তাটা মাথায় রাখতেই হয়। এই সময় ফ্রিজ বা ফ্রিজারের প্রয়োজনীয়তা একটু বেশিই। অনেকেই এ সময়ে হাড়ে হাড়ে টের পান, আরেকটা কিংবা নতুন একটা ফ্রিজ না কিনলে যেন চলছেই না। বিভিন্ন ইলেকট্রনিক পণ্য প্রতিষ্ঠান এ সময় ফ্রিজের জন্য দিয়ে থাকে বিভিন্ন অফার। জেনে নিন এবার ঈদে কোন ফ্রিজে কেমন ছাড়।
এলজি বাটারফ্লাই
এখানে আপনি তিন ধরনের ফ্রিজ এবং ফ্রিজার পাবেন। এর মধ্যে অন্যতম এলজি, ইকো বাটারফ্লাই এবং হাইসেন্স। এই ঈদে তাদের শোরুম কিংবা অনুমোদিত আউটলেট থেকে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ক্যাশ ব্যাক অফার। এখানে ফ্রিজ বা ফ্রিজারে পাচ্ছেন সর্বোচ্চ ৬ শতাংশ ক্যাশ ব্যাক অফার। এছাড়া যেকোনো ফ্রিজ কিনলেই তাদের এলজি ফোনে পাবেন ১০ শতাংশ ক্যাশ ব্যাক।
হিটাচি
হিটাচির ফ্রিজগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, এর ডাবল ফ্যান কুলিং সিস্টেম ও ইনভার্টার প্রযুক্তি। ঈদ উপলক্ষে মোট তিনটি নতুন মডেলের হিটাচি ফ্রিজ এসেছে বাজারে। এর সাধারণ ফ্রিজের দুটি মডেল রয়েছে দুই পাল্লার। সবচেয়ে বড় ৫১০ লিটারের ফ্রিজের দাম ১ লাখ ২৮ হাজার টাকা। ৪৫০ লিটারের ফ্রিজের দাম ১ লাখ ১৭ হাজার টাকা। সবগুলোতেই রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি।
ওয়ালটন
দেশীয় কোম্পানি হিসেবে ওয়ালটন ইতিমধ্যে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার ঈদে ওয়ালটনের ফ্রিজে থাকছে সর্বোচ্চ ১০ শতাংশ মূল্য ছাড়। সঙ্গে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি। ওয়ালটনে মোট ২৫টি মডেলের ফ্রিজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৪৮৫ লিটারের ‘সাইড বাই সাইড’ ও ৩৬৫ লিটার আকারের ফ্রিজ। ওয়ালটনের সাড়ে ২০ সিএফটি সাধারণ ফ্রিজ পাওয়া যাবে ৪৫ হাজার টাকায়, ১৫ সিএফটি ৩০ হাজার, ১০ ও সাড়ে ১১ সিএফটি ২৪ হাজার ও ২৬ হাজার টাকা, সাড়ে ৮ সিএফটি ২২ হাজার টাকা। ডিপফ্রিজের ধারণক্ষমতা ১২৬ থেকে ৩৬৫ লিটার পর্যন্ত। এর মধ্যে ১২৬ লিটার পাওয়া যাবে ২১ হাজার টাকায়, ২২০ লিটার ২৯ হাজার, ৩২০ লিটার ৩৯ হাজার ও ৩৬৫ লিটার ৪২ হাজার টাকা।
স্যামসাং
এবার ঈদে স্যামসাং মোট ১২টি নতুন মডেলের ফ্রিজ এনেছে। ১৫০ ও ২৫৫ লিটারের পাওয়া যাবে ৪৭ হাজার ও ৪৯ হাজার টাকায়, ২৮০ লিটারের দাম ৫২ হাজার, ৪১৫ লিটার ৯৯ হাজার ৯০০ ও ৩২০ লিটার ৬১ হাজার টাকায়।
সিঙ্গার
ঈদ উপলক্ষে সিঙ্গারের ফ্রিজগুলোতে থাকছে এক হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। সবচেয়ে বড় ২৮০ লিটার ফ্রিজ পাওয়া যাবে ৫০ হাজার টাকায়।
ওয়ার্লপুল
ঈদ উপলক্ষে ছয়টি নতুন মডেলের ফ্রিজ বাজারে এনেছে ওয়ার্লপুল। এর মধ্যে ২৯২ লিটারের দাম পড়বে ৫৯ হাজার ৫০০ টাকা, ২৬২ লিটার ৫৫ হাজার ও ২৪২ লিটার ৫১ হাজার টাকা।
সনি র্যাংগস
সনি র্যাংগস সাড়ে ১০ সিএফটি ৩০ হাজার টাকা, সাড়ে ১৩ সিএফটি ৩১ হাজার ও ১৪ সিএফটি ১৪ হাজার টাকা। ৩২০ লিটার ডিপফ্রিজ ৩৬ হাজার টাকায়, ২১০ লিটার ২৫ হাজার ও ১৬০ লিটার ২১ হাজার টাকা। রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি।