জমকালো আয়োজনে ‘উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮’ অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
‘স্টাইল আইকন ২০১৮’ পদক লাভ করেন উজ্জ্বলার শিক্ষার্থী ঢাকার জাহানারা আক্তার। ছবি : এনটিভি

‘উজ্জ্বলা প্রতিষ্ঠানের ব্যাপারে আমি অনেক আগেই চিন্তা করেছিলাম। আমি চেয়েছিলাম, রূপ বিশেষজ্ঞদের আলাদা স্বীকৃতি দিতে। অবশেষে সেই স্বপ্ন আমার পূরণের পথে। উজ্জ্বলার অ্যাপও আমরা চালু করেছি।’ কথাগুলো বলেছেন বাংলাদেশের অন্যতম রূপচর্চাবিষয়ক শিক্ষাকেন্দ্র উজ্জ্বলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদিত্য সৌম। গতকাল বুধবার উজ্জ্বলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সেখানে বক্তব্য দেন আদিত্য সৌম।

‘উজ্জ্বলা’র সহপ্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর আফরোজা পারভীনের প্রশংসা করে আদিত্য সৌম বলেন, ‘আফরোজা পারভীন ছাড়া আমার পক্ষে একা কাজ করা অসম্ভব ছিল। আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে চাই। আমি চাই, উজ্জ্বলার মতো আরো অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে হোক। নারীরা এগিয়ে যাক দুরন্ত গতিতে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, মো. শফিকুল ইসলাম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ জেরিনা আজগর, কারুশিল্প গবেষক, লেখক এবং ডিজাইন উপদেষ্টা চন্দ্র শেখর সাহা, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, বরেণ্য শিল্পী কনকচাঁপা চাকমা এবং সাবেক হ্যান্ডবল কোচ ডালিয়া আক্তার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌটুসী বিশ্বাস ও আজরা মাহমুদ।

জাতীয় সংগীতের সুরে দেশের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়েই সকালে অনুষ্ঠান শুরু হয়। উজ্জ্বলার পথচলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীন। তিনি বলেন, ‘আমাদের দেশে বিউটি এক্সপার্ট অনেক রয়েছেন। তাঁরা তাঁদের প্রতিভা যাতে আরো বিকশিত করতে পারেন, সেই চেষ্টা আমরা করব।’

অনুষ্ঠানে সকালের পর্বে বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ জেরিনা আজগরকে আজীবন সম্মননা প্রদান করা হয়। এ ছাড়া ‘আমি উজ্জ্বলা শিরোনামে’ ছয় বিভাগের সেরা ছয় নারীকেও প্রদান করা হয় সম্মাননা।

অনুষ্ঠানে বিকেলের পর্বে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শম্পা রেজা, মেহেরীন মাহমুদ, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বন্যা মির্জা, উপস্থাপক শারমিন লাকী প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাশেদ উদ্দিন আহমেদ তপু।

সন্ধ্যায় উজ্জ্বলার শিক্ষার্থীদের অংশগ্রহণে সৌন্দর্যবিষয়ক প্রতিযোগিতার মূলপর্ব শুরু হয়। সারা দেশে মানসম্পন্ন বিউটিশিয়ান তৈরির লক্ষ্যে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। তিনটি আলাদা ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন উজ্জ্বলার ৩০ শিক্ষার্থী। এরা প্রাথমিক পর্বের প্রতিযোগিতা পেরিয়ে মূলপর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। ‘ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল’ ক্যাটাগরিতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সাদিয়া ইসলাম মৌ, মেহেরীন মাহমুদ, শারমিন লাকী ও তাহসিনা শাহীন।

‘হেয়ার কাট, কালার অ্যান্ড স্টাইল’ ক্যাটাগরির বিচারকরা ছিলেন নিলুফার খন্দকার, চঞ্চল মাহমুদ, কাজী কামরুল ইসলাম ও তুতলি রহমান এবং ‘পার্টি মেকআপ অ্যান্ড স্টাইল’ ক্যাটাগরির বিচারকাজ পরিচালনা করেছেন শম্পা রেজা, বন্যা মির্জা ও শৈবাল সাহা। সর্বোচ্চ প্রশংসার ভাগিদার হয়ে ‘স্টাইল আইকন ২০১৮’ পদক লাভ করেন উজ্জ্বলার শিক্ষার্থী ঢাকার জাহানারা আক্তার।

অনুষ্ঠানে শৈবাল সাহা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘উজ্জ্বলা পরিবারকে অসংখ্য ধন্যবাদ। তারা আরো এগিয়ে যাক, এটাই আমার চাওয়া।’

শম্পা রেজা বলেন, ‘মেয়েরা দেশের ঐতিহ্য যাতে ভুলে না যায়, সেটা আমি বলব। মেকআপে যেন থাকে ঐতিহ্যের ছোঁয়া। পাশ্চাত্য সাজ আমরা আজকাল বেশি অনুসরণ করি, এটা ঠিক নয়। আমাদের দেশের নারীদের আলাদা সৌন্দর্য রয়েছে। দেশি লুকে তাঁদের ভালো দেখায় বেশি।’

অন্যদিকে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘দেশের প্রতিটা মেয়ে স্বাবলম্বী হোক। তাঁরা আরো এগিয়ে এটাই আমার চাওয়া। উজ্জ্বলা পরিবারের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।’

‘উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮’-এর দিনব্যাপী আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল বার্জার পেইন্টস বাংলাদেশ, স্ট্রিক্স, গ্র্যান্ডউইর, ডাবর ও কোকা-কোলা। মিডিয়া পার্টনার এনটিভি অনলাইন, চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন, আইস টুডে ও ক্যানভাস। পেমেন্ট পার্টনার বিকাশ আর ফটোগ্রাফি পার্টনার সাজ্জাদ সাজু।