ব্রেকআপের পর মেয়েরা যে আটটি কাজ করে
ব্রেকআপের কষ্ট একেক জনের ক্ষেত্রে একেক রকম। ছেলেদের আর মেয়েদের অনুভূতির মধ্যে পার্থক্য অনেক। তাই ব্রেকআপের পর দুজনের কষ্ট পাওয়ার ধরনও অনেক আলাদা। তবে ব্রেকআপের পর মেয়েরা কিছু অদ্ভুত কাজও করে। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, প্রেমের বিচ্ছেদের পর মেয়েরা সাধারণত কী কী কাজ করে। দেখুন তো, আপনিও এমনটি করেছেন কি না-
- ব্রেকআপের পর মেয়েরা স্যোসাল মিডিয়ায় সাবেক প্রেমিককে খুঁজে বেড়ায়। প্রেমিকের ছবি দেখা, তার প্রতি মুহূর্তের খবর জানার জন্য দিনে একবার হলেও স্যোসাল মিডিয়াতে মেয়েরা ঢু মারে। তবে সে খুবই কষ্ট পায় যখন দেখে তার প্রেমিক নতুন প্রেমিকার ছবি পোস্ট করে। কী দরকার এভাবে অযথা নিজের কষ্ট বাড়ানোর। তাই সাবেক প্রেমিককে নিজের নেটওয়ার্ক থেকে মুছে ফেলুন। যাতে তার সাম্প্রতিক কার্যক্রম আপনার চোখে না পড়ে। তাহলেই আপনি আপনার ব্রেকআপের কষ্ট ভুলতে পারবেন।
- ব্রেকআপের পর মেয়েরা চায়, সাবেক প্রেমিক তার বন্ধু হয়ে থাকুক। কিন্তু এটি মোটেই ভালো সিদ্ধান্ত না। সব সময় মনে রাখবেন, ব্রেকআপের পর সেই সম্পর্কটি আর আর আগের মতো থাকে না। বিচ্ছেদের পর এভাবে জোর করে একটা সম্পর্ককে চিরকাল বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই যতটা সম্ভব সাবেক প্রেমিককে এড়িয়ে চলুন।
- ব্রেকআপের পর মেয়েরা তাদের প্রেমের সময়কার ছবি ও ফোনে রাখা পুরনো ম্যাসেজ বারবার দেখে। এগুলো একটা সময় তাকে অনেক আনন্দ দিত। যখন তাদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু এই একই জিনিস বিচ্ছেদের পর গলার কাঁটা হয়ে দাঁড়ায়। তবুও মেয়েরা এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে। কী লাভ এসব করে বলুন? পুরনো স্মৃতি শুধুই আপনার কষ্ট বাড়াবে। তাই এসব জিনিস আকড়ে ধরে রাখবেন না। সবকিছু পিছনে ফেলে নিজের কথা ভাবুন।
- অনেক মেয়েই ব্রেকআপের পর খুবই তাড়াতাড়ি নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। কারণ তারা একা থাকার কষ্ট সহ্য করতে পারে না। তাই না বুঝেই নতুন সম্পর্ককে বেছে নেয় সে। কিন্তু পুরনো প্রেমকে ভুলতে নতুন প্রেমে পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। সবকিছু সময়ের ব্যাপার। একবার বিচ্ছেদের পর বুঝেশুনেই নতুন সম্পর্কে জড়ানো উচিত।
- ব্রেকআপের পর কিছু কিছু মেয়ে সবার কাছে তাদের প্রেমিকের বদনাম করে বেড়ায়। সাবেক প্রেমিককে কষ্ট দেওয়ার জন্য প্রেমিকের কাছের মানুষদের এমন সব কথা বলে যা বলার কোনো প্রয়োজন নেই। এর ফলে একটা সময় দুজন দুজনের শত্রুতে পরিণত হয়। বিচ্ছেদের পর অযথা প্রেমিকের বদনাম করে সময় নষ্ট না করে নিজেকে সময় দিন, নিজের ভালোর কথা ভাবুন।
- ব্রেকআপের পর মেয়েরা যখন নতুন কাউকে খোঁজে তখন তার মাঝে সাবেক প্রেমিকের গুণাগুণ খুঁজে বেড়ায়। এই ভুলটা প্রায় সব মেয়েই করে থাকে। সব সময় মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আলাদা। তাদের গুণ, চারিত্রিক বৈশিষ্ট্যও আলাদা। সবাইকে এক ভাবার কোনো কারণ নেই। তাই অন্যের মাঝে নিজের সাবেক প্রেমিককে খুঁজে বেড়ানোর মতো বোকামি আর কিছুই হতে পারে না। এতে আপনি কখনোই সাবেক প্রেমিককে ভুলতে পারবেন না।
- অনেকেই ব্রেকআপের পর স্যোসাল মিডিয়ায় বারবার নিজের কষ্টের কথা পোস্ট করেন। তিনি ভুলেই যান যে, এ ধরনের কাজ করে তিনি অন্যের কাছে হাসির পাত্র হচ্ছেন। এমনকি যে প্রেমিকের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়েছে সে যদি এগুলো দেখে তাহলে আপনার জন্য তার কোনো অনুভুতি তো কাজ করবেই না বরং মনে মনে সে ভাববে যা করেছে সে তা ভালো করেছে। তাই বিচ্ছেদের কথা জনে জনে বলে বেড়ানোর কিছু নেই। এটা খুবই ব্যক্তিগত একটা বিষয়। সবার কাছে এই অনুভূতি প্রকাশ না করাই ভালো।
- ব্রেকআপের পর মেয়েরা নিজের ওপর ভরসা হারিয়ে ফেলে। তাদের আচরণেও অনেক পার্থক্য দেখা দেয়। অতিরিক্ত রাগ, কথায় কথায় বিরক্ত হওয়ার মতো কাজগুলো সে করতে আরম্ভ করে। এমন কিছু হলে মেডিটেশন করতে পারেন। ভালো লাগবে। না হলে আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন। এভাবে চলতে থাকলে আপনি আর কারো ওপর বিশ্বাস রাখতে পারবেন না।