অফিসে পরচর্চা থেকে দূরে থাকার তিন উপায়
অফিস ছোট হোক আর বড়, প্রায় সব জায়গাতেই কমবেশি পরচর্চা, পরনিন্দা হয়। বসের সাথে কার ভালো সম্পর্ক, প্রমোশন এবার কে পাচ্ছেন, কারো পারিবারিক বা ব্যক্তিগত জীবনের কী অবস্থা ইত্যাদি যেন আলোচনার বিষয় হয়ে উঠে।
তবে অফিসে অতিরিক্ত পরচর্চা কাজের মান খারাপ করে এবং অফিসের পরিবেশ নষ্ট করে। অফিসে পরচর্চার অভ্যাস থেকে নিজেকে দূরে রাখার কিছু পরামর্শ জানিয়েছে বিজনেস বিষয়ক ওয়েবসাইট এইচবিআর অ্যাসেন্ড।
১. পরচর্চা হচ্ছে এমন জায়গা থেকে দূরে চলে যান
যে পরচর্চা করছে তাকে একটি পরিষ্কার বার্তা দিন এবং জায়গাটি থেকে দূরে সরে যান। বার্তা হিসেবে বলতে পারেন, ‘আমার হাতে একটু কাজ আছে। আজকেই সেটা শেষ করতে হবে। এখন কথা বলতে পারছি না। পরে আবার কথা হবে।’
২. বিষয় পরিবর্তন করুন
যেই বিষয়টি নিয়ে পরচর্চা হচ্ছে, সেটি এড়িয়ে অন্য কোনো বিষয়ে কথা বলতে পারেন। যেমন সেটা হতে পারে, কী পোশাক নতুন কেনা হলো বা কোন খাবার কীভাবে রান্না করতে হয় বা কোন বইটা পড়তে কেমন লাগল ইত্যাদি।
৩. ইতিবাচক কথা বলুন
যেই ব্যক্তিকে নিয়ে পরচর্চা হচ্ছে তার বিষয়ে ইতিবাচক কথা বলুন। যেমন : 'আসলেই সে কি এমন আচরণ করে? তবে, আমি তো দেখলাম তার ওই প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল' ইত্যাদি।