মাইক্রোওয়েভ পরিষ্কারের সহজ উপায়

Looks like you've blocked notifications!
মাইক্রোওয়েভ পরিষ্কারে ব্যবহার করতে পারেন লেবু পানি। ছবি : সংগৃহীত

খাবার গরম থেকে শুরু করে বেক করা ইত্যাদি কাজে মাইক্রোওয়েভ ওভেন একটি অপরিহার্য যন্ত্র। তবে এই প্রয়োজনীয় যন্ত্রটি পরিষ্কারের ক্ষেত্রে অনেকেই তেমন মনোযোগী হন না, পরিষ্কারের বিষয়টিকে ঝামেলা মনে করেন।

এতে ময়লা জমে জমে যন্ত্রটি হয়ে পড়ে জীবাণুযুক্ত। আর এর মধ্যে খাবার গরম বা তৈরি করে খাওয়ার কারণে ক্ষতি হয় স্বাস্থ্যের। তবে জানেন কি কেবল লেবু পানি ব্যবহার করে খুব সহজেই পরিষ্কার করা যায় মাইক্রোওয়েভ?

লেবু পানি  ব্যবহার করে মাইক্রোওয়েভ পরিষ্কারের নিয়ম জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

  • একটি পাত্রে লেবু ও পানি নিয়ে মাইক্রোওয়েভে গরম করুন।
  • এর পর সেই পানি দিয়ে যন্ত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন। গরম লেবু পানি খুব সহজেই তেল, ময়লা পরিষ্কারে সাহায্য করবে। আর মাইক্রোওয়েভটি লাগবে নতুনের মতো।