চুলের আগা ফাটা কমাতে তিন পরামর্শ

Looks like you've blocked notifications!
চুলের আগা ফাটা কমাতে কন্ডিশনার ব্যবহার করুন। ছবি : সংগৃহীত

চুলের আগা ফাটা একটি প্রচলিত সমস্যা। এটি চুলকে মলিন করে তোলে। সূর্যের আলোর সংস্পর্শে বেশি আসা, দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, চুলে বিভিন্ন স্টাইল করা, তাপ দেওয়া ইত্যাদি আগা ফাটার কারণ।

তবে কিছু বিষয় মেনে চললে আগা ফাটা কিছুটা কমানো যায়। চুলের আগা ফাটা কমানোর কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

১. ঘন ঘন চুল ধোবেন না

প্রতিদিন শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উপকারের চেয়ে অপকার বেশি করে। এতে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়, চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে।

চুলের ধরন বুঝে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করুন।

. কন্ডিশনারের ব্যবহার

অনেকেই চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করতে চায় না। তবে জেনে রাখবেন, চুলকে ভালো রাখার জন্য কন্ডিশনার ব্যবহার করা জরুরি।

তাই, শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।

. চুলের আগা কাটুন

চুলের আগা ফাটা রোধে স্বাস্থ্যকর খাবার খাওয়া, সূর্যের আলোতে বেশি না যাওয়ার পাশাপাশি চুলের ক্ষতিকর ভঙ্গুর অংশও কেটে ফেলা জরুরি।

এতে চুল ঘন মনে হবে এবং চুলকে অসুন্দরও লাগবে না। চুলকে ভালো রাখতে প্রতি তিন মাস পর পর আগা কাটুন।