নিম দিয়ে তেলাপোকা তাড়ান

Looks like you've blocked notifications!
তেলাপোকা তাড়াতে নিম উপকারী। ছবি : সংগৃহীত

তেলাপোকা নেই এমন ঘর বা বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। কোনো না কোনো জায়গায় এটি ঠিক লুকিয়ে থাকে। এটি দেখতে যেমন কদাকার, তেমনি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

জানেন কি তেলাপোকা বা পোকামাকড় তাড়াতে একটি চমৎকার উপাদান নিম? তেলাপোকা দূর করতে নিমের তেল বা নিমের গুঁড়া কৃত্রিম কীটনাশকের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

নিমের মধ্যে রয়েছে পোকামাকড় ধ্বংস করার উদ্বায়ী উপাদান। পাশাপাশি এটি অন্যান্য রাসায়নিক পণ্যের তুলনায় দামেও সস্তা। নিম দিয়ে তেলাপোকা তাড়ানোর উপায় জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. একটি মধ্যম আকারের স্প্রে বোতলে এক টেবিল চামচ নিম ও পানি মেশান। তেলাপোকা থাকতে পারে বা রয়েছে এমন জায়গায় স্প্রে করুন। সাধারণত স্প্রে রাতে করাই ভালো। প্রয়োজন অনুযায়ী এই পদ্ধতি পুনরায় অনুসরণ করুন।

২. এ ছাড়া নিম শুকিয়ে গুঁড়া করে তেলাপোকা থাকার সম্ভাব্য স্থানগুলোতে ছিটিয়ে দিন। এটি করুন রাতে ঘুমানোর আগে। প্রয়োজন অনুযায়ী আবার এই পদ্ধতি অনুসরণ করুন।