বৈশাখে যেভাবে সাজবেন
নতুন বছর, নতুন দিন। একটু না সাজলে কি চলে? তবে কীভাবে সাজলে সাজটা হবে স্বস্তিদায়ক, আর দেখতেও অপরূপ লাগবে? এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার ফারনাজ আলম।
ফারনাজ আলম বলেন, ‘পয়লা বৈশাখের সাজের ক্ষেত্রে ত্বকের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। সকালে মুখ ভালোভাবে ধুয়ে একটি নারিশিং ক্রিম ব্যবহার করলাম। এরপর হালকা পাউডার দিয়ে নিতে পারি। পাউডার দেওয়ার পর ফাউন্ডেশন দিতে পারি। লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে।’
দিনের বেলার সাজের ক্ষেত্রে শুধু ফাউন্ডেশন ব্যবহার করলেই হবে জানিয়ে তিনি বলেন, ‘এ সময় কনসিলার বা অন্য কিছু ব্যবহার না করাই ভালো। তবে রাতের সাজের ক্ষেত্রে কনসিলার, হাইলাইটার ব্যবহার করতে পারেন।’
যেহেতু পয়েলা বৈশাখ, তাই এ সময় লাল- সাদা পোশাকের প্রাধান্য বেশি থাকে। এ ক্ষেত্রে লাল লিপস্টিক ব্যবহার করা যেতে পারে জানিয়ে তিনি বলেন, তবে লাল লিপস্টিক ব্যবহার করলে চোখের সাজ হালকা করবেন। আইশ্যাডো হিসেবে ব্রাউনিশ কোনো রং ব্যবহার করতে পারেন। তবে রাতের সাজে চোখকে গাঢ় করে সাজাবেন। এ সময় হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন।’
গরমে চুলের সাজের ক্ষেত্রে খোঁপাটাই ভালো জানিয়ে ফারনাজ আলম বলেন, শাড়ি পরলে দিনের বেলা অবশ্যই আমি খোঁপা করতে বলব। আর রাতে চুল ছেড়ে রাখতে পারেন। আবার চাইলে বেণিও করা যেতে পারে। তবে পোশাক সালোয়ার কামিজ হলে পনি টেইল করতে পারেন।’
তবে চুল সাজানোর পর ফুল পরতে অবশ্যই ভুলবেন না। ফুল উৎসবের আমেজকে পরিপূর্ণতা দেবে বলে পরামর্শ তাঁর।