ঈদে ছেলেদের পোশাকে পাঞ্জাবিরই প্রাধান্য
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/01/photo-1559361887.jpg)
আর কয়েক দিন পরেই রমজানের ঈদ। ঈদ সামনে রেখে চলছে কেনাকাটা। কেনাকাটায় পিছিয়ে নেই বর্তমান ফ্যাশনসচেতন তরুণরা।
এবারের ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো এনেছে টি-শার্ট, ফতুয়া, ফরমাল শার্ট, পোলো শার্ট ইত্যাদি। তবে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে শর্ট ও লং পাঞ্জাবি।
ছেলেদের পোশাক
এবার ঈদে ছেলেদের পোশাকের ধরন ও নকশা কেমন, এ বিষয়ে কথা হয় ‘বিশ্বরঙ’-এর ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে। তিনি বলেন, ‘এবার ঈদ পোশাকে ছেলেদের জন্য পাঞ্জাবি রাখা হয়েছে। কাপড়গুলো রাখা হয়েছে সুতি, সিল্ক, হাফসিল্কের মধ্যে।’
পোশাকের নকশায় হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারির কাজ করেছি জানিয়ে তিনি বলেন, ‘পোশাকে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা রং ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। সাদা, হালকা ধূসর রং ব্যবহার করেছি আমরা।’
এবার ঈদে ছেলেদের পোশাকে কী পরিবর্তন এসেছে, এ বিষয়ে কথা বলেন ‘দেশাল’-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার ইশরাত জাহান। তিনি বলেন, ‘ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবিই প্রাধান্য পাচ্ছে। পাঞ্জাবি কয়েক ধরনের হচ্ছে। একটি রঙের ভেতর জলছাপের মধ্যে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে। স্ক্রিনপ্রিন্টের পাঞ্জাবিতে যেমন সূক্ষ্ম সেলাই থাকে, তেমন করা হয়নি এবার। একটু ভিন্নতা রয়েছে। প্রবীণদের জন্য থাকছে প্লেইন পাঞ্জাবি।’