শুষ্ক চুলের যত্নে ঘি ও নারকেল তেলের হেয়ার মাস্ক

Looks like you've blocked notifications!

চুলের শুষ্কতা, চুলের বৃদ্ধি সঠিকভাবে না হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। তবে এ ধরনের সমস্যা সমাধানে হেয়ার মাস্কের জুড়ি নেই।

চুলের শুষ্কতা দূর করার জন্য বেস্ট হেয়ার মাস্কের কথা জানিয়েছেন বিউটি বিশেষজ্ঞ আফরোজা পারভিন। দেশীয় বিউটি ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম আফরোজা পারভিন। প্রায় ১০ বছর তিনি কাজ করছেন এ মাধ্যমে। তিনি এসএমএ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সার্টিফাইড। তিনি রেড বিউটি স্টুডিও ও স্যালুনের স্বত্বাধিকারী। সৌন্দর্য পরামর্শক হিসেবে কাজ করছেন ডিবিসি নিউজ ও কালারস এফএমে। তিনি ‘উজ্জ্বলা’র সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।

উপাদান

১. দেড় টেবিল চামচ নারকেল তেল

২. দেড় টেবিল চামচ ক্যাস্টর ওয়েল

৩. দুই টেবিল চামচ পেঁয়াজের রস

৪. আধা টেবিল চামচ খাঁটি ঘি

যেভাবে তৈরি করবেন

সব উপাদান খুব ভালো করে মেশাতে হবে। এরপর স্ক্যাল্পে মিশ্রণটি ভালোভাবে ঘষুণ। ২০ থেকে ৩৫ মিনিট পর ধুয়ে ফেলতে ফেলুন। ২০ মিনিটের আগে বা ৩৫ মিনিটের পরে ধোবেন না।