ত্বকের তিন সমস্যা কমাতে কলার খোসা

Looks like you've blocked notifications!
মশার কামড়ের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পেতে কলার খোসা আক্রান্ত স্থানে ঘষতে পারেন। ছবি : সংগৃহীত

কলার গুণ সম্পর্কে তো আমরা কম-বেশি সবাই জানি। শক্তি জোগাতে খাদ্যতালিকায় নিয়মিত কলা রাখাটা জরুরি। জানেন কি, কলার খোসারও রয়েছে আশ্চর্য অনেক গুণ?

কলার খোসার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেল। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে এবং সৌন্দর্য বাড়াতে কলার খোসা বেশ উপকারী। ত্বকের কিছু সমস্যা সমাধানে কলার খোসার ব্যবহার জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।  

১. ব্রণ

ব্রণ কমাতে কলার খোসা উপকারী। ব্রণের ওপর কলার খোসা ম্যাসাজ করুন। এক সপ্তাহের মধ্যেই ভালো ফলাফল পাবেন।

২. বলিরেখা

কলার খোসা ত্বককে আর্দ্র রাখে এবং পুষ্টি জোগায়। এটি বলিরেখা কমানোর জন্য উপকারী। ভালো ফলাফলের জন্য একটি কলার খোসাকে বেটে নিন। এর মধ্যে একটি ডিমের কুসুম মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. মশার কামড়

মশার কামড়ের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পেতে কলার খোসা আক্রান্ত স্থানে ঘষতে পারেন। এটি চুলকানি ও স্পর্শকাতরতা কমাবে।