কীভাবে ওয়েস্টার্ন মেকাপের জন্যে হেয়ার স্টাইল করবেন?
ওয়েস্টার্ন মেকআপ বা পশ্চিমা ধাঁচের মেকআপ করতে অনেকেরই পছন্দ। এই ক্ষেত্রে চুলের সাজটি খুব গুরুত্বপূর্ণ। ওয়েস্টার্ন মেকআপে ক্ষেত্রে ব্লো ডাই করে চমৎকারভাবে চুলকে সাজিয়ে তোলা যায়।
ওয়েস্টার্ন মেকআপে চুলের সাজ নিজ হাতে করে দেখিয়েছেন বিউটি বিশেষজ্ঞ আফরোজা পারভিন। দেশীয় বিউটি ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম আফরোজা পারভিন। প্রায় ১০ বছর তিনি কাজ করছেন এ মাধ্যমে। তিনি এসএমএ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সার্টিফাইড। তিনি রেড বিউটি স্টুডিও ও স্যালুনের স্বত্বাধিকারী। সৌন্দর্য পরামর্শক হিসেবে কাজ করছেন ডিবিসি নিউজ ও কালারস এফএমে। তিনি ‘উজ্জ্বলা’রসহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
ধাপ ১ : প্রথমে সামনের কিছু চুল চিরুনি দিয়ে ব্লো ডাই করে নিন।
ধাপ ২ : এবার মাঝখানের চুলগুলো উঁচু করে ব্লো ডাই করুন।
ধাপ ৩ : এবার চুলের সামনের অংশটা ভালো করে সেট করে নিতে হবে।
ধাপ ৪ : এবার চুল সেট রাখার জন্য হেয়ার স্প্রে লাগিয়ে নিন। হয়ে গেল ওয়েস্টার্ন ধাঁচের চুলের সাজ।