ছেলেদের ত্বকের যত্নে ৪ জরুরি পরামর্শ
অফিস আর সংসার দুই সামলাতে গিয়ে ছেলেদের অনেক রকম দায়িত্ব নিতে হয়। তবে এর মধ্যে ত্বকের যত্নটা কিন্তু জরুরি। এতে আত্মবিশ্বাস বাড়ে।
ছেলেদের দৈনন্দিনের ত্বকের যত্নের কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. ক্লিনজার
ছেলেদের মুখের ত্বক মেয়েদের তুলনায় শক্ত। ধুলাবালি ও ময়লায় ত্বক নষ্ট হয়ে যায়। তাই নিয়মিত ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এমন ক্লিনজার ব্যবহার করুন, যেটি ত্বকের আর্দ্রতা নষ্ট করবে না।
২. নিয়মিত শেভ করুন
দাড়ি যদি না রাখতে চান, তাহলে অবশ্যই নিয়মিত দাড়ি শেভ করুন। এতে স্মার্ট লাগবে। চেষ্টা করুন, গোসলের পর দাড়ি শেভ করার। শেভ করার ক্ষেত্রে এমন রেজর ভাছুন যেটি গালের জন্য ভালো। আর সেটিই নিয়মিত ব্যবহার করুন।
৩. চোখের নিচে
চোখের তলা নিচের তুলনায় একটু কালচে রঙের হয়। কারণ, এ অংশের আর্দ্রতা সারা মুখের তুলনায় কম। এ কালো অংশের বয়স বাড়লে দেখা দেয় বলিরেখা। চোখের নিচে হাইড্রেটিং ক্রিম নিয়মিত লাগান।
৪. সানস্ক্রিন
মুখে ত্বক সংবেদনশীল। মুখের ত্বককে সূর্যের আলো থেকে বাঁচাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর রস্মি থেকে ত্বককে বাঁচিয়ে রাখে। ৩০ বা এসপিএফ- এর বেশি মুখের ত্বককে ঠিকঠাক সুরক্ষা দেয়।