বাড়িতে নখের যত্ন কীভাবে নেবেন?

Looks like you've blocked notifications!
নখের যত্নে অনেকেই উদাসীন থাকেন। ছবি : সংগৃহীত

রোজকার ব্যবস্থায় নিজের প্রতি হয়তো ভালোভাবে খেয়াল রাখা হয় না। এতে চোখ শরীরের নানা খুঁটি-নাটি এড়িয়ে যায়। তেমনি নখের প্রতি যত্নেও আমরা অনেকটা উদাসীন থাকি। তবে কিছু বিষয় খেয়াল রাখলে কিন্তু বাড়িতে সুন্দরভাবে নখের যত্ন নেওয়া যায়।

বাড়িতে নখের যত্নের কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।  

১. পরিকল্পনা করুন

নখ কাটার আগে প্রথমেই পরিকল্পনা করে নিন। সবার আগে পরিকল্পনা করুন, কীভাবে নখ রাখবেন। নখের দৈর্ঘ কতটুকু রাখবেন এবং কী রকম আকৃতি দেবেন। অনেকেই নখ কাটতে ব্লেড ব্যবহার করেন, এতে নখ সবসময় সমান করে কাটা সম্ভব হয় না। এ জন্য নখ কাটার সবচেয়ে ভালো হলো, নেইল ক্লিপার বা নেইল কাটার।     

২. নখ কাটুন

বাড়িতে নখের যত্ন নিতে প্রথমে নখ কাটুন। যতটা দীর্ঘ নখ রাখবেন ভাবছেন, এর চেয়ে একটু বেশি করে রাখুন। এতে ফাইলিং করতে সুবিধা হবে।

৩. ফাইলিং

অনেকেই কাচের নেইল ফাইল ব্যবহার করেন। কারণ, এতে ফাইলিং নিঁখুত ও সুন্দর হয়। তবে ধাতুর ফাইলেও ভালো কাজ হয়। শার্প নখ পেতে অবশ্যই ফাইল করা জরুরি।