ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান? এই প্যাকটি ব্যবহার করে দেখুন

Looks like you've blocked notifications!
ত্বক উজ্জ্বল করতে দই, টমেটো, মধুর প্যাক উপকারী। ছবি : সংগৃহীত

সুন্দর, উজ্জ্বল ত্বক সবারই স্বপ্ন। আর এই উজ্জ্বল ত্বক পেতে দই, টমেটো ও মধুর প্যাক ব্যবহার করে দেখতে পারেন। এ প্যাকটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি নরম করতেও সাহায্য করে।

দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক এসিড। এটি ত্বকে মৃতকোষ দূর করে। মধু ত্বককে আর্দ্র রেখে নরম করতে সাহায্য করে। টমেটো প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে উপকারী। এ ছাড়া টমেটোর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টের কারণে এটি ত্বককে সুরক্ষা দেয় এবং ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে। ত্বক উজ্জ্বল করতে দই, মধু ও টমেটোর প্যাকের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

উপাদান

১. এক টেবিল চামচ দই

২. এক টেবিল চামচ মধু

৩. টমেটো কুচি করা

যেভাবে প্যাক তৈরি করবেন

১. একটি পাত্রের মধ্যে টমেটো কুচি নিন। এর মধ্যে মধু ও দই মেশান।

২. মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।

৩. এবার মিশ্রণটি মুখে মাখুন।

৪. ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।