পিঠের ব্রণ দূর করার ২ উপায়
মুখের ব্রণ তো খুব প্রচলিত। তবে অনেকের কিন্তু পিঠে ব্রণ হয়। আর পিঠ ভর্তি দাগ হয়ে যায় এ কারণে। তবে একটু সচেতন হলে এ ব্রণ খুব সহজেই দূর করা যেতে পারে।
পিঠের ব্রণ দূর করার কিছু ঘরোয়া উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. মধু ও দারুচিনি
মধু ও দারুচিনি উভয়ের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান। এটি ত্বককে ফ্রি রেডিকেল থেকে সুরক্ষা দেয় এবং ত্বকের প্রদাহ ও জ্বালাপোড়া কমায়।
উপাদান
ক. চার চা চামচ মধু
খ. দুই চা চামচ দারুচিনি গুঁড়া
যেভাবে ব্যবহার করবেন
ক. একটি পাত্রের মধ্যে মধু নিন।
খ. এর মধ্যে দারুচিনি গুঁড়া নিয়ে ভালোভাবে মেশান।
গ. আক্রান্ত স্থানে মিশ্রণটি মাখুন।
ঘ. ১৫ থেকে ২০ মিনিট রাখুন।
ঙ. শুকানোর পর ধুয়ে ফেলুন।
চ. যত দিন না পর্যন্ত ব্রণ কমছে তত দিন পর্যন্ত প্যাকটি ব্যবহার করুন।
২. লেবুর রস
লেবুর মধ্যে রয়েছে প্রাকৃতিক এসট্রিজেন্ট। লেবু ত্বকের লোমকূপকে বন্ধ করে দিয়ে সিবাম উৎপাদন কমিয়ে দেয়। এতে ব্রণ কমে। এ ছাড়া অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে এটি ব্রণ দূর করতে সাহায্য করে।
উপাদান
- লেবুর রস
যেভাবে তৈরি করবেন
১. একটি পাত্রের মধ্যে লেবুর রস নিন।
২. এবার তুলার বলের মধ্যে লেবুর রস লাগান এবং আক্রান্ত স্থানে মাখুন।
৩. ৩০ মিনিট এভাবে রেখে দিন।
৪. এবার ধুয়ে ফেলুন।
৫. একদিন পরপর এই পদ্ধতি অনুসরণ করুন।