ত্বকের পরিচর্যায় মধু

Looks like you've blocked notifications!
মধু ত্বকের ভেতরে প্রবেশ করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। ছবি- হোম মেইড মাস্ক

ত্বকের সুস্থতায় মধু খুবই উপকারী। মধু ত্বকের ভেতরে প্রবেশ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক পরিচর্যারও কাজ করে। প্রতিদিন ত্বকের পরিচর্যায় মধু ব্যবহার করুন। এটি সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। তবে যাদের ত্বকে এলার্জির প্রভাব রয়েছে তারা মধু এড়িয়ে চলুন।

রেড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা পারভিন বলেন, ''স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য নিয়মিত মধু ব্যবহার করুন। প্রাকৃতিক এই উপাদানটি ত্বকের সৌন্দর্য রক্ষায় বেশ কার্যকরী।''  

ত্বকের পরিচর্যায় মধু দিয়ে তৈরি কয়েকটি ঘরোয়া প্যাক সম্বন্ধে জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন। জেনে নিন কোন প্যাকটি আপনার ত্বকের জন্য উপকারী-

•     শুষ্ক ত্বকে মধু ময়েশ্চারাইজারের কাজ করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং ত্বক করে মসৃণ। ১৫ মিনিটের জন্য মুখে মধু লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে শুষ্ক ত্বক নমনীয় হয়।

•    মধুর সঙ্গে কলা, আপেল, পেঁপে ও টকদই একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এই প্যাকটি স্পর্শকাতর ত্বকের জন্য খুবই উপকারী।

•    যাদের ত্বক তৈলাক্ত তারা চালের গুঁড়া, মধু ও কমলার রসের প্যাক বানিয়ে মুখে লাগান। এতে ত্বকের তৈলাক্ততা দূর হবে।

•     শুষ্ক ত্বকে গাজর, মধু ও ডালের বেসন একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এতে ত্বকের রুক্ষতা দূর হবে।

•     যাদের মিশ্র ত্বক তারা মুলতানি মাটি, মধু এবং টকদই দিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। এই প্যাক ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে।

•     মধুর সঙ্গে দুধ মিশিয়ে ১০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে প্রাকৃতিক ফেসিয়ালের কাজ করে। সঙ্গে চিনি মিশিয়ে দিতে পারেন। যা ত্বকে স্ক্রাবের কাজ করবে।

•     তৈলাক্ত ত্বকে শসার রস, মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এই প্যাক ত্বকের কালো দাগ দূর করে।

•    ময়দা, মধু ও পানি একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এই প্যাকটি মুখের বলিরেখা ও দাগ দূর করে।