লাজুক মেয়েরা কি প্রেমে পড়েন না?
অনেক ছেলেই জানতে চান, লাজুক মেয়েরা কি কখনোই প্রেমে পড়েন না? হ্যাঁ, লাজুক মেয়েরাও প্রেমে পড়েন। তবে তাঁরা সহজে প্রকাশ করেন না। ছেলেমেয়ে সবাই প্রেমে পড়তে পারেন। একজন মেয়ে লাজুক বলে প্রেমে পড়বেন না তা কিন্তু নয়। তবে কেন তাঁরা তাঁদের ভালোলাগার কথা প্রকাশ করেন না, তার কিছু কারণ তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
- লাজুক মেয়েরা তাঁদের অনুভূতির কথা প্রকাশ করতে পছন্দ করেন না। এমনকি তাঁরা তাঁদের ভালোলাগার কথা নিজের কাছের বন্ধুদেরও বলেন না।
- কিছু লাজুক মেয়ে সমাজের ভয়ে তাঁর ভালোলাগার কথা প্রকাশ করেন না। তাঁরা মনে করেন এই কথা জানতে পারলে মানুষ তাঁকে খারাপ ভাববে। এ কারণে তাঁরা কথাটি লুকিয়ে রাখতে চান।
- ছোটবেলা থেকে পরিবারের কাছ থেকে শুনে এসেছেন ছেলেদের কাছ থেকে দূরে থাকো। এই কথা তার মনে বড় হওয়ার পরও থেকে যায়। এ কারণে ভালো লাগলেও নিজের মনের কথা জানাতে পারেন না।
- কিছু লাজুক মেয়ে তাঁদের অতীত অভিজ্ঞার কারণে নিজের মনের কথা জানাতে চান না। হয়তো এ ধরনের কোনো অনুভূতি জানানোর কারণে আগে তাঁকে উপহাস করা হয়েছিল। এই উপহাসের ভয়েই তিনি নতুন করে তাঁর মনের কথা জানাতে চান না।
- লাজুক মেয়েরা নিজের মনের কথা বলতে চান না, কারণ তাঁরা সম্পর্কে জড়াতে ভয় পান। প্রেমের সম্পর্কে তাঁরা স্বাচ্ছন্দ্য অনুভব করেন না।