প্রতিদিন চুল ধোয়া কি ঠিক?

প্রতিদিন চুল না ধোয়াই ভালো। ছবি : সংগৃহীত
এটা ঠিক যে প্রতিদিন চুলে অনেক ময়লা জমে। তাই নিয়মিত চুল ধোয়া না হলে ময়লা-ধুলোবালির কারণে চুল পড়ে যায়, চুলে খুশকি হয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিদিন চুল ধোয়ার ফলেও চুল পড়ে যেতে পারে! এ কারণেই ভালোমতো চুল ধোয়ার ক্ষেত্রে পরামর্শ হলো-দুয়েকদিন পরপর চুল ধোয়া।
কেন প্রতিদিন চুল ধোয়া ঠিক নয়, সে সম্বন্ধে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
- প্রতিদিন চুল ধোয়ার পর অনেকে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন। এই তাপের কারণে চুল ভেঙে যায় এবং চুল পড়ে যায়। তাই নিয়মিত চুল ধোয়া থেকে বিরত থাকুন।
- যাদের চুল রং করা, তাদের প্রতিদিন চুল না ধোয়াই ভালো। কারণ এতে চুলের রং অনেক দ্রুত নষ্ট হয়ে যাবে। চুলের রং দীর্ঘস্থায়ী করতে চাইলে নিয়মিত চুল ধোয়া থেকে বিরত থাকুন।
- চুল ধোয়ার প্রসাধনীতে যে পরিমাণে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তা চুলের জন্য খুবই ক্ষতিকর। তাই এসব পণ্য দিয়ে নিয়মিত চুল ধোয়ার পর চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এ ক্ষেত্রে দু-একদিন পরপর চুল ধোয়া ভালো। আর হালকা বা মাইল্ড ধাঁচের প্রসাধনী ব্যবহার করাই ভালো।
- প্রতিদিন চুল ধোয়ার ফলে চুলের প্রাকৃতিক তেল কমে যেতে শুরু করে। এই তেল চুলকে ঝলমলে রাখতে সাহায্য করে। অথচ নিয়মিত ধোয়ার কারণে চুলের প্রাকৃতিক তেল নিঃসরণ বন্ধ হয়ে যায়।
- চুল ভেজা না থাকলে যেকোনো হেয়ারস্টাইল করা যায়। প্রতিদিনই যদি কাজে যাওয়ার আগে চুল ভেজা থাকে, তাহলে কিন্তু কোনো রকমের হেয়ারস্টাইল সম্ভব নয়। তাই মাঝে মাঝে চুল না ধুয়ে নিজের মনমতো হেয়ারস্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে চুল যদি অনেক তেলতেলে থাকে, তাহলে সামান্য পাউডার লাগিয়ে নিতে পারেন। এটি চুলের তেলতেলে ভাব দূর করবে।