‘রঙ বাংলাদেশ’-এর নতুন শাখা উদ্বোধন

Looks like you've blocked notifications!
‘রঙ বাংলাদেশ’-এর নতুন শাখার উদ্বোধন। ছবি : সংগৃহীত

নতুন বছরের সূচনাতেই আত্মপ্রকাশ করেছে ‘রঙ বাংলাদেশ’, ‘রঙে’র পুরোনো শাখাগুলোর সঙ্গে ‘রঙ বাংলাদেশে’র নতুন শাখা সংযোজিত হলো গতকাল ২৯ জানুয়ারি শুক্রবার। মোহাম্মদপুরের নতুন এই শাখার উদ্বোধন করেন শহীদ জায়া বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী ও বরেণ্য মুক্তিযোদ্ধা শিল্পী বীরেন সোম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিজাইন উপদেষ্টা চন্দ্র শেখর সাহা, সৌমিক দাসের মাতা নিবেদিতা দাস, খ্যাতিমান তারকা, শুভানুধ্যায়ী-বন্ধু-স্বজনসহ গণ্যমান্য অতিথিরা।

১৯৯৪ সালে রঙের যাত্রার সূচনায় চাষাঢ়ার সান্ত্বনা মার্কেটে রঙের প্রথম শাখার উদ্বোধন করেছিলেন সৌমিক দাসের বাবা প্রয়াত প্রিয়লাল দাস। ২১ বছর পর রঙের স্বত্বাধিকারীরা ব্যবসায় সম্প্রসারণের লক্ষে আলাদাভাবে কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিলে, নতুন বছরে সৌমিক দাসের দক্ষ নেতৃত্বে পুরোনো অভিজ্ঞতাকে সঙ্গী করে যাত্রা শুরু করে ‘রঙ বাংলাদেশ’। এককভাবে পথচলায় প্রথম শাখার উদ্বোধন হয় নিউ বেইলি রোড শাখার (মহিলা সমিতির বিপরীতে অ্যাসাইন কাশেম প্যারাডাইসের তৃতীয় তলায়, দোকান নং: ০৬)। এরপর মোহম্মদপুরের ভোক্তাদের বিষয়টি মাথায় রেখেই টোকিও স্কোয়ারের আউটলেট খোলা হয়েছে। বর্তমানে রঙ বাংলাদেশের মোট বিক্রয়কেন্দ্রের সংখ্যা ১০টি।

‘রঙ বাংলাদেশ’-এর নতুন শাখার ঠিকানা- টোকিও স্কয়ার, জাপান গার্ডেন সিটি, মোহাম্মদপুর।