কীভাবে একজন মেয়েকে গোলাপ দেবেন?
আর কিছুদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। গতকাল ৭ ফেব্রুয়ারি ছিল, বিশ্ব গোলাপ দিবস। এই ভালোবাসা দিবসে যদি একা থাকতে না চান, তাহলে আজই পছন্দের মানুষকে এটি গোলাপ ফুল দিন। তবে এটা খুবই কঠিন একটি কাজ। যদি মেয়েটিও আপনাকে ভালোবাসে তাহলে তো কথাই নেই। আর যদি সে আপনাকে পছন্দ না করে তাহলে ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে।
আজকের দিনে কীভাবে একটি মেয়েকে গোলাপ ফুল দেবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
- গোলাপ দেওয়ার আগে বুঝে নিন তার মন ভালো নাকি সে রাগ করে আছে। কারণ মেয়েটির মন যদি ভালো থাকে, তাহলে হয়তো সে আপনার প্রস্তাবে সাড়া দিতে পারে। আর যদি তার মন খারাপ থাকে, তাহলে আপনার মার খাওয়ার আশঙ্কাই বেশি থাকবে।
- হুট করে গিয়েই কাউকে গোলাপ দেবেন না। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলুন, এরপর তার মনের অবস্থা বুঝে ফুলটি দিতে পারেন।
- কথা বলার সময় যতটা পারুন, তার প্রশংসা করুন। এমনও হতে পারে, আপনার সঙ্গে কথা বলার পর সে তার সিদ্ধান্ত বদলে ফেলে আপনার প্রস্তাবে সাড়াও দিতে পারে।
- কথা বলার সময় আপনি যদি বুঝতে পারেন সে আপনাকে এড়িয়ে চলছে তাহলে ভুলেও তাকে গোলাপ ফুল দেবেন না।
- মেয়েটি যদি কথা বলতে বলতে লজ্জা পায়, তাহলে আর দেরি না করে পকেট থেকে বের করে গোলাপটি দিয়ে তাকে মনের কথা বলে দিন।