চুল তার কবেকার

স্পাইরাল ওয়েভ স্টাইল

Looks like you've blocked notifications!

পহেলা বৈশাখে শাড়ি না পরলে কি চলে? সেই সঙ্গে চুলেও থাকা চাই পরিপাটি ভাব। যেহেতু গরম সেহেতু চুল খোলা না রাখাই ভালো। অস্বস্তি লাগতে পারে। এ ক্ষেত্রে পার্লারের মতো নিজেই বাসায় স্পাইরাল ওয়েভ স্টাইল করতে পারেন। কীভাবে সহজেই এই স্টাইলে চুল বাঁধবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দিয়েছেন স্টাইল লাউঞ্জের কর্ণধার ও চুল বিশেষজ্ঞ সাহিল খান।

যেভাবে স্পাইরাল ওয়েভ স্টাইল করবেন

প্রথমে সামনের দিকের চুলে মাঝখানে সিঁথি করে হালকা ব্যাককম্ব করে কানের পাশ থেকে টুইস্ট করে ক্লিপ দিয়ে আটকে নিন। এবার মাথার ওপরের দিকের চুল ব্যাককম্ব করে ফুলিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন। এরপর চুলগুলো একপাশে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিন। নিচের দিকের পুরো চুলে মুজ লাগান। এখন টন মেশিন দিয়ে পুরো চুল স্পাইরাল করে নিন। এবার চুলগুলো তিন ভাগে ভাগ করে ঢিলেঢালা বেণী করুন। ব্যাস, খুব সহজেই করে ফেলুন স্পাইরাল ওয়েভ স্টাইল।

পরামর্শ

১. সকালে স্পাইরাল ওয়েভ স্টাইলে বেণি করলে বিকেলের দিকে শুধু বেণির অংশের চুলগুলো পেঁচিয়ে খোঁপা করে নিতে পারেন। আরেকটি স্টাইল হয়ে যাবে। 

২. চুলের গোড়ায় যেন মুজ না লাগে। এতে বাইরের রোদ চুলে লাগলে মাথা বেশি ঘামাবে।

৩. চুলে আগের দিন শ্যাম্পু করার থেকে সকালে শ্যাম্পু করে ড্রাইয়ার দিয়ে শুকিয়ে নিন।

 

মডেল : অহনা, হেয়ারস্টাইল : সাহিল খান, পোশাক : রঙ বাংলাদেশ, ছবি : সৈয়দ অয়ন