ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

আসবাবপত্রে আধুনিকতা

Looks like you've blocked notifications!
দেশীয় ফার্নিচারের প্রতি ক্রেতাদের আকর্ষন দেখার মত, ছবি- সাইফুল আলম সুমন

প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে দেশীয় ফার্নিচারের প্রতিষ্ঠানগুলো তাদের নতুন ডিজাইনের আসবাবের পসরা সাজিয়ে বসে। ২০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে এবারও এর ব্যতিক্রম ঘটেনি। এবারের মেলায় ফার্নিচারের দৃষ্টিনন্দন এসব প্যাভিলিয়নে রয়েছে নতুন ডিজাইন, নতুন পণ্য আর মূল্যছাড়ের ছড়াছড়ি।
জেনে নিন মেলা উপলক্ষে ফার্নিচারের প্রতিষ্ঠানগুলোর নতুন পণ্য এবং বিভিন্ন ছাড় সম্বন্ধে।

আখতার ফার্নিশার্স 

মেলায় ঢুকতেই ৫৩ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে চোখে পড়বে আখতার ফার্নিশার্স। ভেতরে-বাইরে কাঠের বুননে তৈরি করা হয়েছে এই প্যাভিলিয়নটি। 

আখতার ফার্নিশার্সের কাস্টমার অর্ডার ম্যানেজমেন্টের ম্যানেজার দুলাল রায় এনটিভিকে বলেন, ‘প্রচার এবং বিক্রির টার্গেট নিয়ে বাণিজ্যমেলায় আসা। মেলা উপলক্ষে আখতার ফার্নিশার্সের সব পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে তিনটি বেডরুম সেট, ছয়টি সোফা ও দুটি ডাইনিং টেবিল সেট আনা হয়েছে।’

এ ছাড়া প্রতিষ্ঠানটির ফোম ও ম্যাট্রেস পাওয়া যাবে ২১ নম্বর মিনি প্যাভিলিয়নে।

হাতিল 

তিনতলা বিশিষ্ট সাদা-লাল রঙের হাতিল ফার্নিচার রয়েছে ২ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে। মেলা উপলক্ষে নতুন নকশার ১২-১৪ সেট সোফাসহ লবি চেয়ার, রকিং চেয়ার, খাট, ডাইনিং টেবিল ও অফিস ফার্নিচার নিয়ে এসেছে হাতিল। এ ছাড়া আরো রয়েছে দরজা, আলমিরা, বুকশেলফ ও লাইফস্টাইল পণ্য।  

হাতিলের রিজিওনাল কো-অর্ডিনেটর এস কে কামাল হোসেন এনটিভিকে বলেন, ‘এবারের মেলায় ৯০ শতাংশ নতুন পণ্য আনা হয়েছে। পণ্য অনুযায়ী ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া মেলার বাইরেও হাতিলের ৬২টি বিক্রয়কেন্দ্র থেকে এই সুবিধা পাবেন ক্রেতারা।’

নাভানা ফার্নিচার
 

নান্দনিক নকশার নতুন আসবাব প্রদর্শন করছে ৪৫ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের নাভানা ফার্নিচার। এ ছাড়া অফিস ফার্নিচার ও কিচেন কেবিনেটও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

নাভানার সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ আরিফ ইসলাম এনটিভিকে বলেন, ‘এবারের মেলায় বেডরুম সেট, সোফা, খাট, ডাইনিং টেবিলে রয়েছে নতুনত্বের ছোঁয়া। এ ছাড়া ফুলদানি থেকে শুরু করে লাইফস্টাইলের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নতুন করে যুক্ত হয়েছে পণ্যের তালিকায়।’

নাভানা ফার্নিচারে উড এবং নাভউড ১৭ শতাংশ, এল বি ফার্নিচার ১৩ শতাংশ, চেয়ার ও সোফা ১৩ শতাংশ, শিট মেটাল ১০ শতাংশ এবং মেডিকেলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

পারটেক্স ফার্নিচার 

নতুন ডিজাইনের আসবাব এবং ঘর সাজানোর অনুষঙ্গ দিয়ে সাজানো হয়েছে এক নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের পারটেক্স ফার্নিচারের শোরুমটি। মেলা উপলক্ষে বেশির ভাগই নতুন পণ্য আনা হয়েছে। এ ছাড়া কিচেন সেট এবং শিশুদের আসবাবেও রয়েছে নতুনত্ব।

পারটেক্স ফার্নিচারের রিটেইল সেলের ডেপুটি ম্যানেজার অশোক কুমার এনটিভিকে বলেন, ‘আমরা সব ধরনের ফার্নিচারের ওপর ১৮ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছি। আর এটি শুধু মেলার ক্ষেত্রেই নয়, সারা দেশের পারটেক্স ফার্নিচারের সব আউটলেটেই এই ছাড় দেওয়া হয়েছে। এই অফার চলবে মেলার শেষ দিন পর্যন্ত।’ 

ব্রাদার্স ফার্নিচার 

গুণগত মান এবং নান্দনিক আসবাবের প্রদর্শনী চলছে মেলার ৩২ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের ব্রাদার্স ফার্নিচারে। ইতালি, কানাডার ওক কাঠ এবং বিদেশি কাঁচামাল দিয়ে তৈরি এসব পণ্যে দেওয়া হয়েছে বিশেষ সব ছাড়।

ব্রাদার্স ফার্নিচারের প্যাভিলিয়ন ইনচার্জ মনিরুল ইসলাম এনটিভিকে বলেন, ‘মেলা উপলক্ষে নতুন বেডরুম সেট চারটি, ডাইনিং টেবিল দুটি এবং সোফাসেট আট থেকে ১০টি আনা হয়েছে। এ ছাড়া পুরোনো পণ্যে ১৫ শতাংশ,  চলতি পণ্যে ১০ শতাংশ এবং নতুন পণ্যে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।’

নাদিয়া ফার্নিচার 

স্বচ্ছ কাঁচ আর স্টিলের কাঠামো দিয়ে তৈরি ৫১ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে পাবেন নাদিয়া ফার্নিচার লিমিটেডের আসবাবপত্র। এবারের মেলায় উত্তর আমেরিকা থেকে আমদানীকৃত রেড ওক কাঠ, বিদেশি কাঁচামাল এবং বাংলাদেশের মেহগনি কাঠ দিয়ে তৈরি এসব ফার্নিচার পাওয়া যাচ্ছে।

নাদিয়ার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এস এম রাকিব উদ্দিন এনটিভিকে বলেন, ‘মেলা উপলক্ষে কিচেন কেবিনেট, অফিস সজ্জা ও দরজা আনা হয়েছে। এ ছাড়া আমরা সব পণ্যের ওপরই ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছি।’ 

রিগাল ফার্নিচার 

বিভিন্ন নকশার আসবাব এবং ইলেকট্রনিক পণ্য দিয়ে সাজানো হয়েছে ৩৫ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের দোতলাবিশিষ্ট রিগাল ফার্নিচারের শোরুমটি। খাট, সোফা, ডাইনিং টেবিল, আলমিরা, রকিং চেয়ার, পড়ার টেবিলসহ ৭৮ ধরনের পণ্য মেলায় এসেছে। এ ছাড়া টিভি, ফ্রিজ, এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যও পাওয়া যাচ্ছে মেলায়। 

রিগাল ফার্নিচারের কর্মকর্তা কাওসার আহমেদ এনটিভিকে বলেন, ‘আমদানি করা লেমিনেটেড বোর্ড দিয়ে তৈরি এসব ফার্নিচারের ওপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এবং মেলা শেষ হওয়া পর্যন্ত এই ছাড় সারা দেশের রিগালের ২৪টি বিক্রয়কেন্দ্রেই পাওয়া যাবে।