রসুন বলিরেখা দূর করে মাত্র ৭ দিনে!

Looks like you've blocked notifications!
বলিরেখা দূর করতে রসুন বেশ কার্যকর। ছবি : সংগৃহীত

ব্রণ দূর করতে রসুন যেমন উপকারী, তেমনি বলিরেখা দূর করতেও এই উপাদানটি বেশ কার্যকর। টানা সাতদিন আপনি যদি রসুন মুখে লাগান, তাহলে আপনার বলিরেখা একেবারেই দূর হয়ে যাবে। কারণ এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টস ও অ্যান্টিঅ্যাইজিং উপাদান; যা বলিরেখা দূর করার পাশাপাশি ত্বক নরম ও উজ্জ্বল করে।

বলিরেখা দূর করতে কীভাবে মুখে রসুন ব্যবহার করবেন সে সম্বন্ধে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।

১. পাঁচ-ছয়টি রসুনের কোয়া থেঁতলে পুরো মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। ৭ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. যদি রসুনের গন্ধ আপনি সহ্য করতে না পারেন, তাহলে ৪ কোয়া রসুন বাটার সঙ্গে ১ চা চামচ মধু ও ২ চা চামচ টকদই মিশিয়ে নিতে পারেন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

৩. দুই চা চামচ ভিনেগারের সঙ্গে দুই চা চামচ রসুন বাটা মিশিয়ে পুরো মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে বলিরেখা অনেক দ্রুত দূর হবে।