রাশিফল

তুলার আপনজনরা শত্রুতা করবে, কর্মপরিবেশ অনুকূলে থাকবে কুম্ভের

Looks like you've blocked notifications!

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ২ ও ৫। শুভবার বুধ ও সোম। শুভ রত্ন পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি মানবতাবাদী, সহানুভূতিশীল ও উষ্ণ হৃদয়ের অধিকারী। বুদ্ধি প্রখর। ভদ্র, তবে মনের ভেতর অশান্ত কল্পনা সব সময় প্রভাব বিস্তার করে। দ্বন্দ্ব, সংঘাত ও ঝামেলা এড়িয়ে চলতে চান। ডিপ্লোম্যাসি আছে আপনার। ইতিহাস ও সাহিত্যের প্রতি অনুরক্ত, বাসস্থান পরিবর্তন ও ভ্রমণের প্রতি ঝোঁক আছে। সাফল্য লাভে আরো বৈষয়িক হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী টমাস হার্ডি, সুরকার এডওয়ার্ড এলগার, অভিনেত্রী নার্গিস, সাংবাদিক বোরহান আহমেদ, ক্রিকেটার স্টিভ ওয়াহ প্রমুখ।

দ্বাদশ রাশির পূর্বাভাস

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর মোটামুটি ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন। কর্মস্থলে ব্যক্তিক্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

হাতের কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো যাবে না। কোনো পুরোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। শ্রমিক নেতাদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্মস্থলে প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। পিতৃস্বাস্থ্য ভালো যাব।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। তীর্থযাত্রা শুভ।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সময় খুব একটা অনুকূলে থাকবে না। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আজ আপনার নামে কোনো ধরনের বদনাম রটতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখার চেষ্টা করুন। পরধনপ্রাপ্তির শুভ সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে না।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ধর্মীয় কাজকর্মে আকর্ষণ বোধ করবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে বলার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। মনোবল বৃদ্ধি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তির যোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। চোখ অথবা মাথাব্যথায় ভুগতে পারেন।