রাশিফল

আপনজনরা শত্রুতা করবে বৃশ্চিকের, বিনিয়োগে সতর্ক থাকুন তুলা

Looks like you've blocked notifications!

আজ জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ। আপনার শুভসংখ্যা ৫। শুভবার বুধ। শুভ রত্ন পান্না। প্রকৃতিগতভাবে আপনি অস্থির ও সদা ব্যস্ত। মেধাবী, দ্রুত চিন্তা করতে পারেন। দ্রুত কাজ করতে পারেন। কাজের শ্লথগতি আপনার আদৌ পছন্দনীয় নয়। দ্রুত ফল লাভ করতে চান। দীর্ঘদিন কোনো কাজ বা কারো সঙ্গে লেগে থাকা আপনার জন্য কষ্টকর। ক্রমাগত কাজ পরিবর্তন, নতুন সম্পর্ক গড়ে তোলা, নতুন বিষয়ে আগ্রহী হওয়ার মধ্যেই আপনার আনন্দ। অল্প সময়ে সাফল্য লাভের জন্য কোনো ঝুঁকি নিতে কুণ্ঠিত নন। আপনাকে আরো ধৈর্যশীল ও অধ্যবসায়ী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব পুঁজিবাদের জনক অ্যাডাম স্মিথ, কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা, নাট্যকার টনি রিচার্ডসন, বিপ্লবী পার্নচো ভিলা প্রমুখ।

দ্বাদশ রাশির পূর্বাভাস

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো ব্যাপারে কাউকে প্রতিশ্রুতি দিতে হতে পারে অথবা কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। প্রাপ্তি যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে সহজে আকৃষ্ট করতে পারবেন। মনোবল বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন (২১ মে-২০ জুন)

শোকগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয়াধিক্য দেখা দেবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। জনসম্পৃক্ততা বাড়বে। পেশাগত ব্যাপারে কোনো চুক্তি হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সরকারি বা বেসরকারি কাজে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

যেকোনো কাজ মনোযোগসহকারে করার চেষ্টা করুন। ভাগ্যের সহায়তা পাবেন। হতাশা কাটিয়ে ওঠা সহজ হবে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বাড়তে পারে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় আপনার নামে বদনাম রটতে পারে। অতিন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ কাজে না জড়ালেই ভালো।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠজনরা কেউ কেউ শত্রুতা করতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে গুরুত্ব না দিলেও চলবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বাড়ার সম্ভাবনা আছে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতির সম্ভাবনা আছে। যেকোনো বিষয়ে নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। মনের কথা মনে চেপে রাখা ক্ষতিকর হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তার লাভের যোগ আছে। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। কোনো বন্ধুর সহযোগিতা আশা করতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পুরোনো আত্মীয়দের কারো সঙ্গে যোগাযোগ হতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ থাকবে।