রমজানে ত্বক সুস্থ রাখবে তিনটি প্যাক

Looks like you've blocked notifications!
রোজার সময় ব্যবহার করুন ঘরোয়া ফেসপ্যাক। ছবি : সংগৃহীত

আমাদের সবারই এই রমজান মাসে পানি কম খাওয়ার কারণে ত্বক নিষ্প্রাণ ও নিস্তেজ হয়ে পড়ে। তাই বাড়তি যত্ন ও সতর্কতা প্রয়োজন। ইফতারে প্রচুর পরিমাণে পানি, ফলমূল ও তাজা সালাদ খাওয়া উচিত। এ ছাড়া ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের উজ্জ্বল ও প্রাণবন্ত ভাব ধরে রাখতে পারেন। এই রমজানে তৈলাক্ত, শুষ্ক ও সাধারণ ত্বকের জন্য তিনটি ফেসপ্যাকের পরামর্শ দেওয়া হয়েছে সালনি হেলথ অ্যান্ড বিউটি সাপ্লাই ওয়েবসাইটে। চলুন, একনজর দেখে আসি।

তৈলাক্ত ত্বকের জন্য

দুটি আপেলের খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন। সঙ্গে মেশান এক টেবিল চামচ মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য

তিন থেকে পাঁচটি কাঠবাদাম নিয়ে বাইরের শক্ত খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখুন। তার পর পেস্ট করে মুখে লাগান। এটি আপনার মুখের শুষ্কতা দূর করার পাশাপাশি দাগ দূর করতেও সাহায্য করবে।

সাধারণ ত্বকের জন্য

একটি শসা ভালো করে ব্লেন্ড করে রস বের করে নিন। সঙ্গে মেশান টক দই। এবার প্যাকটি মুখ, গলা ও ঘাড়ে ১৫ মিনিট লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া শসা পেস্ট করে তাতে দুধ মিশিয়ে প্রতিদিন ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করবে।