হলুদ গুঁড়া ত্বকের ব্রণ দূর করে

হলুদ গুঁড়া রান্নার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আপনি কী জানেন, এই হলুদ গুঁড়া আপনার ত্বকের যত্নে কতটা কার্যকরি? এটি ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি ত্বককে করে আরো উজ্জ্বল ও আকর্ষণীয়। নিয়মিত হলুদ গুঁড়া ব্যবহারে আপনার ত্বক হবে দাগহীন এবং প্রাণবন্ত।
বোল্ডস্কাই ওয়েবসাইটে হলুদ গুঁড়া দিয়ে তৈরি কয়েকটি ফেস প্যাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যা আপনার ত্বকের ব্রণ দূর করবে খুবই সহজে-
দুধ ও হলুদ গুঁড়ার প্যাক
প্রতিদিন এক চা চামচ দুধের সঙ্গে সামান্য হলুদ গুড়া মিশিয়ে মুখে লাগান। এই প্যাকটি ব্রণ দূর করে খুব সহজেই এবং এতে ত্বকের ক্লান্তিভাব দূর হবে এবং ত্বক আরো উজ্জ্বল হবে।
গোলাপজল ও হলুদ গুঁড়ার প্যাক
এক চা চামচ গোলাপজলের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এতে ত্বকের তেলতেলে ভাব দূর হবে এবং ব্রণ সমস্যার সমাধানে এটি বেশ কার্যকর।
টমেটো ও হলুদ গুঁড়ার প্যাক
টমেটো পেস্টের সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এই প্যাকটি ত্বকের ময়লা দূর করার পাশাপাশি ব্রণও দূর করে এবং এটি প্রাকৃতিক ব্লিচের কাজ করে। যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।
চন্দন গুঁড়া ও হলুদ গুঁড়ার প্যাক
চন্দন গুড়া ত্বকের জন্য খুবই উপকারি। এক চামচ চন্দন বাটার সঙ্গে এক চামচ গোলাপজল ও সামান্য হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে আরো মসৃণ, নরম ও দাগহীন।
মধু, ময়দা ও হলুদ গুঁড়ার প্যাক
এক টেবিল চামচ মধু, সামান্য হলুদ গুঁড়া, অল্প ময়দা ও এক চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ত্বকের কালচে ভাব দূর হবে এবং ত্বক হবে আরো প্রাণবন্ত।
নিম পাতা ও হলুদ গুঁড়ার প্যাক
নিম পাতা বাটার সঙ্গে সামান্য হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এতে ব্রণ সমস্যার সমাধান হবে এবং ত্বক হবে দাগহীন।
টকদই ও হলুদ গুঁড়ার প্যাক
এক চা চামচ টকদইয়ের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এটি ত্বকের কালচে ভাব দূর করে এবং ব্রণের ক্ষতিকর ছত্রাক দূর করে।
বেসন ও হলুদ গুঁড়ার প্যাক
এক চা চামচ বেসনের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এই প্যাকটি ত্বকের ময়লা দূর করে এবং তেলতেলে ভাব দূর করে। ব্রণহীন সুন্দর ত্বকের জন্য এই প্যাক বেশ কার্যকরি।