আসল পশমিনা চেনার উপায়

পশমের মতো নরম। হালকা, অথচ উষ্ণ। সূক্ষ্ম বুননে অপূর্ব কারুকাজের মায়াজাল। আংটির মধ্যে দিয়ে অনায়াসে গলে যায়। হিমাঙ্কের নীচের তাপমাত্রাকেও দিব্যি বশ করতে পারে, তা-ই হলো পশমিনা। বিশ্বব্যাপী খ্যাতি তার।জানা যায়, কাশ্মীরের উপত্যকায় প্রবল শীতে ঘুরে বেড়ানো ক্যাশমেয়ার নামে ছাগলের লোম থেকেই তৈরি হয় পশমিনার সূক্ষ্ম সুতা। দিনের পর দিন সেই সুতায় ছিদ্র তুলে নকশা কাটেন শিল্পীরা। তুলা এবং কারিগরির মিলমিশে...