এই ঈদে ঘর সাজানোর সাত টিপস

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

আর কয়েকদিন পরই ঈদুল আযহা। এ দিনে সবাই প্রিয়জনদের সাথে একত্রিত হয়ে থাকে। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আপনার বাড়িটিকেও উৎসবমুখর পরিবেশে সজ্জিত করার সময় এসে যায়। যা উৎসবের আনন্দ এবং চেতনাকে প্রতিফলিত করে। ঘর নতুন করে সাজালে প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রাণবন্ত রঙ

ঈদ মানেই আনন্দ। তাই ঘরের সাজসজ্জায় আকর্ষণীয় রঙগুলো বেছে নিন। এতে তাৎক্ষণিকভাবে আপনার ঘরের পরিবেশ বদলে যাবে। গাঢ় লাল, সোনালি, হলুদ, সবুজ অথবা রাজকীয় নীলের মতো সমৃদ্ধ রঙগুলো নির্বাচন করুন। একটি আকর্ষণীয় এবং উৎসবের পরিবেশ তৈরি করতে ফ্যাব্রিকস, কুশন এবং টেবিল ম্যাটে এই রঙগুলো অন্তর্ভুক্ত করতে পারেন।

ঐতিহ্যবাহী উপাদান

ঈদের সাজসজ্জায় ঐতিহ্যবাহী উপাদানগুলো অন্তর্ভুক্ত করতে পারেন। এতে আপনার ঘরে এক ধরনের সংস্কৃতির ছোয়া লাগবে। ঝুলন্ত লাইট দিয়ে ঘর সাজাতে পারেন। উষ্ণ এবং আমন্ত্রিত আভা তৈরি করতে টেবিল এবং শেলফে এ সব লাইট রাখুন। রঙিন ইসলামী ক্যালিগ্রাফি আর্ট রাখতে পারেন। যা ধর্মীয় আয়াত বহন করে। ইসলামী সংস্কৃতির ক্রিসেন্ট দিয়ে দেয়ালগুলো সাজিয়ে নিতে পারেন।

প্রবেশদ্বার

আপনার প্রবেশদ্বার দিয়ে একটি শক্তিশালী ছাপ তৈরি করুন। সামনের দরজায় কৃত্রিম ফুল, পাতা এবং ফিতা দিয়ে সজ্জিত সুন্দর পুষ্পস্তবক ঝুলিয়ে রাখুন। প্রবেশদ্বারের কাছে একটি ছোট টেবিলে ফুলদানি ও তাজা ফুল, সুগন্ধযুক্ত মোমবাতি বা খেজুরের একটি বাটি দিয়ে সাজান।

ডাইনিং এরিয়া

ঈদের দিন বাড়িতে আত্নীয়-স্বজন, বন্ধু, প্রতিবাশীরা আসবেই। তাই ডাইনিং এরিয়াতে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমৃদ্ধ রঙ এবং মার্জিত টেবিলক্লথ, ন্যাপকিন এবং রানার ব্যবহার করুন। ফুল, মোমবাতি বা উভয়ের সংমিশ্রণ দিয়ে এগুলো সাজান। উৎসবের স্পর্শ আনতে থিমযুক্ত ডিনারওয়্যার ব্যবহার করতে পারেন।

আলোর ব্যবহার

আপনার বাড়ি জুড়ে বিভিন্ন ধরণের আলো অন্তর্ভুক্ত করুন। এটি একটি জাদুকরী পরিবেশ তৈরি করবে। উষ্ণ আভা তৈরি করতে জানালা, দেয়াল বা দরজার পাশে স্ট্রিং লাইট ঝুলিয়ে রাখুন। আরামদায়ক অনুভূতি যুক্ত করতে মোমবাতি ব্যবহার করুন। নিরাপত্তার কারণে আসল মোমবাতি ব্যবহার করা এড়িয়ে চলুন। এর পরিবর্তে ফ্লেমলেস এলইডি মোমবাতি বেছে নিন।

কারুশিল্পের ব্যবহার

সৃজনশীল হোন। নিজেই কারুশিল্প তৈরি করে ঘর সাজিয়ে ফেলুন। এসব শিল্পে ঈদুল আজহার চেতনাকে প্রতিফলিত করুন। পুনর্ব্যবহারযোগ্য উপকরণগুলো দিয়ে নানা রকম জিনিস তৈরি করুন। এগুলোর মাঝে ইসলামী শুভেচ্ছা প্রদর্শন করুন।

সুগন্ধযুক্ত করুন

আপনার বাড়িতে আনন্দদায়ক পরিবেশ আনতে সুগন্ধ দিয়ে ভরে ফেলুন। গোলাপ, জুঁই বা চন্দনের মতো সুগন্দ বেছে নিন। সুগন্ধযুক্ত মোমবাতি বা প্রয়োজনীয় তেল ডিফিউজারগুলিও ব্যবহার করতে পারেন।

সূত্র- হিন্দুস্তান টাইমস