বর্ষাকালে বাড়ির যত্ন নেওয়ার ছয় টিপস

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

বর্ষা আসার সাথে সাথে প্রকৃতি পুনরুজ্জীবিত হয়।  সতেজ বাতাসে পরিবেশ ভরে যায়। তবে এ সময় আর্দ্রতার মাত্রা বেড়ে যায়। খুব বেশি বৃষ্টিপাত আবার বাড়ির জন্য ক্ষতিকর। তার এই ঋতুতে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা দরকার। ফুটো ছাদ, আর্দ্র দেয়াল এ সময়ের সাধারণ সমস্যা। তাই নিজেদের বাড়ির নিরাপদ এবং রক্ষণাবেক্ষণ করা অপরিহার্য। প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ঘরবাড়িকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব।

পানিরোধী নিশ্চিত করুন

আপনার দেয়াল, ছাদ এবং মেঝেতে কোনো ফাটল বা ফুটো আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। ছিদ্র বন্ধ করতে পানিরোধী পেইন্ট প্রয়োগ করুন। এতে বর্ষাকালে ঘরের ভিতর আর্দ্রতা বজায় থাকবে।

ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করুন

বাড়ির আশেপাশের নর্দমা এবং ড্রেনগুলো পরিষ্কার করুন। পানি প্রবাহ সঠিক ভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করুন। কোথাও পানি জমে থাকলে তা নিষ্কাশনের ব্যবস্থা নিন। নিয়মিত ড্রেনেজ সিস্টেমগুলো পরীক্ষা করুন। এগুলো পরিষ্কার করুন।

অ্যান্টিফাঙ্গাল পেইন্ট ব্যবহার করুন

বর্ষাকালে বাড়িতে অ্যান্টিফাঙ্গাল পেইন্ট ব্যবহার করুন। এটি ঘর থেকে ছত্রাক দূর করে। ঘরের আসবাবপত্র ভাল থাকে। বাড়িকে আর্দ্রতা-প্ররোচিত সমস্যা থেকে রক্ষা করে। এই রঙগুলো ঘরের ভিতর একটি তাজা ও প্রাণবন্ত চেহারা যুক্ত করে।

ডোরম্যাট

বর্ষাকালে দরজার সামনে অবশ্যই ডোরম্যাট রাখবেন। পায়ের কাদা মুছে ঘরে ঢুকবেন। এতে মেঝে ভেজা থাকবে না। টেকসই এবং পানি শোষণকারী ম্যাট ব্যবহার করুন।

আসবাবপত্রের সুরক্ষা

কাঠের আসবাবপত্রে আর্দ্রতা-প্রতিরোধী আসবাবপত্র পলিশ বা পেইন্ট ব্যবহার করুন। পানি দিয়ে ধোয়া যায় এমন কভার দিয়ে আসবাবপত্র ঢেকে রাখুন। ন্যানো আবরণ বা দাগ-প্রতিরোধী স্প্রে ব্যবহার করুন।

বায়ুচলাচল

আর্দ্রতার মাত্রা কমাতে দিনের বেলা জানালা খুলে রাখুন। এতে ঘরে ভালভাবে বায়ুচলাচল হবে। বিশেষ করে, বাথরুম এবং রান্নাঘরে আলো ঢুকতে দিন। এতে করে আর্দ্রতার সঠিক মাত্রা বজায় থাকবে।

সূত্র- হিন্দুস্তান টাইমস