তৈলাক্ত ত্বকের যত্নে হলুদের পাঁচ ব্যবহার
হলুদ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরিতে ভরপুর। হলুদ ত্বকের তেল উত্পাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ব্রণ কমায়। ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে। তাই তৈলাক্ত ত্বকের জন্য হলুদ যাদুর মত কাজ করে। ত্বক স্বাস্থ্যকর রাখতে এটি নিয়মিত ব্যবহার করা উচিত।
হলুদের ফেস মাস্ক
২ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পানি বা মধু দিয়ে একটি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি আপনার মুখে প্রয়োগ করুন। এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস মাস্কটি আপনার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে। ত্বকের ছিদ্রগুলো কমাবে। এটি সপ্তাহে অন্তত একবার বা দুইবার ব্যবহার করুন।
হলুদ ও দই
১ চা চামচ হলুদ গুঁড়োর সাথে ২ টেবিল চামচ দই মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার ত্বকে প্রয়োগ করুন। এবার আলতো করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটি হলুদের সাথে মিলিত হলে ত্বককে এক্সফোলিয়েট এবং পরিষ্কার করতে সহায়তা করবে। ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা কমায়।
হলুদ ও অ্যালোভেরা টোনার
১ চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। একটি তুলার প্যাড ব্যবহার করে মিশ্রণটি আপনার মুখে লাগান। ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই টোনারটি ত্বকে তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
হলুদ এবং গ্রিন টি ফেস মিস্ট
একটি গ্রিন টি ব্যাগ গরম পানিতে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপরে এটি ঠাণ্ডা হতে দিন। গ্রিন টিতে আধা চা চামচ হলুদ গুঁড়ো যোগ করুন। ভাল করে মিশিয়ে মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার এটি ফ্রিজে রাখুন। এই ফেস মিস্ট আপনার ত্বকের রঙ প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলবে। তেল নিয়ন্ত্রণে খুব ভাল ফলাফল দেবে।
হলুদ ও চন্দনের প্যাক
১ চা চামচ হলুদ গুঁড়োর সাথে ১ টেবিল চামচ চন্দনের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে নিন। পেস্টটি সরাসরি ব্রণের দাগে লাগান। ২০-৩০ মিনিট রেখে দিন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি দাগ দূর করতে কাজ করবে। ব্যাকটিরিয়াগুলোর বিরুদ্ধে লড়াই করবে।
সূত্র-বোল্ডস্কাই