ছোট ঘরকে বড় দেখানোর ৫ কৌশল
ঘর হলো শান্তির জায়গা। এজন্য সবারই কম বেশি ইচ্ছা থাকে কীভাবে তার ঘরকে সুন্দরভাবে সাজানো যায়। এখন কারও ফ্লাট যদি তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে, যদি ঘরটি একটু ছোট হয় ঘরের সাইজ বড় না করা গেলেও কিছু উপায়ে ঘরটিকে প্রশস্ত দেখানো যায়। তার কিছু উপায় জেনে নেওয়া যাক।
কৌশলসমূহ
ঘরে উজ্জ্বল রঙ ব্যবহার করা
ঘরে উজ্জ্বল রঙ ব্যবহার করলে ঘর প্রশস্ত মনে হয়। উজ্জ্বল রঙ সব সময় পজিটিভ পরিবেশ বজায় রাখতে সাহায্যও করে থাকে। একইসঙ্গে মনও প্রফুল্ল রাখে।
উপযুক্ত পর্দা নির্বাচন
ছোট ঘরে ভারি পর্দা ব্যবহার করা উচিত না। এক্ষেত্রে হালকা ও পাতলা ধরনের কাপড় নির্বাচন করা উচিত। আর খেয়াল রাখতে হবে, যেন অবশ্যই দেওয়ালের রঙ-এর সঙ্গে পর্দার রঙ মানানসই হয়। বিপরীত রঙ ব্যবহার করলে ঘর ছোট দেখাবে।
আয়নার ব্যবহার
দেওয়ালে ছোট বড় আয়নার ব্যবহার করা যেতে পারে। দেওয়াল সাজানোয় আয়না এখন বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য। আয়না ব্যবহারের ফলে ঘরে আলোর আনাগোনা সহজে হয় যার ফলে ঘর উজ্জ্বল ও বড় দেখায়।
কাপড় নির্বাচন
বেডশিট, সোফার কভার ও কুশন কভার ইত্যাদি কাপড় নির্বাচনের ক্ষেত্রে ছোট প্রিন্ট এবং স্টাইপ ডিজাইনের কাপড় বাছাই করা উচিত। ছোট প্রিন্ট ও স্ট্রাইপ ঘরকে প্রশস্ত দেখাতে সাহায্য করে।
ওয়াল হ্যাংগিং ব্যবহার
অযথা বেশি ওয়াল হ্যাংগিং ব্যবহার না করা। ৩-৪টির বেশি ব্যবহার করা উচিত নয়। অনেকে আছেন অনেক ফটো ফ্রেম ও বিভিন্ন ওয়াল ম্যাট অথবা সোপিস দিয়ে দেওয়াল ভরিয়ে ফেলেন। এর ফলে ঘর বদ্ধ ও অগোছালো মনে হয়। দেওয়াল যত খালি রাখা যায়, ততই ঘর পরিচ্ছন্ন দেখায়।