চুলের যত্নে আদার ব্যবহার

Looks like you've blocked notifications!
ছবি : ফ্রিপিক

আদা একটি ভেষজ উপাদান। বাঙালির রান্না আদা ছাড়া কল্পনা করা যায় না। এই আদা সাধারণত মসলা হিসেবে বেশি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু চুলের বৃদ্ধি ও চুল পড়া কমাতেও যে আদা দারুণ কার্যকরী সেটা জানেন কি? আদাতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও ভিটামিন যা চুলের খুশকির সমস্যা দূর করার পাশাপাশি নতুন চুল গজাতে ও বৃদ্ধি করতে সহায়তা করে। তাহলে চলুন দেরি না করে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্নে আদার ব্যবহার জেনে নেওয়া যাক।

খুশকি দূর করতে

এক টুকরো আদা কেটে তা বেটে নিন। এরপর আদার বাটার সাথে ৩ টেবিল চামচ তিলের তেল ও আধা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই হেয়ার প্যাকটি চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

চুল লম্বা করতে

আদার রস তৈরি করে তাতে নারিকেল তেল মিশিয়ে নিন। এই তেলটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি চুল দ্রুত লম্বা করেতে সাহায্য করে।

নতুন চুল গজাতে

এক টুকরো আদা সামান্য পানি মিশিয়ে বেটে নিন। এরপর এই আদার পেস্ট সরাসরি চুলের গোড়ায় লাগাতে পারেন। এটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আদার রস নতুন চুল গজাতে ও চুল পড়া কমাতে সাহায্য করে। 

সূত্র: বোল্ডস্কাই