পূজায় আড্ডা জমাতে সাজিয়ে ফেলুন ঘরের কোনা

Looks like you've blocked notifications!

সামনেই আসছে দুর্গাপূজা। পূজায় কয়দিন ধরে আত্মীয়, পরিচিত, বন্ধু-বান্ধব, প্রতিবেশী সহ আরও অনেক মেহমানের আনাগোনা লেগে থাকে। কতো শত কথা হয়, গল্প হয়। তাই সবাই চায় নিজের ঘরে একটি আড্ডার জায়গা তৈরি করতে। যেখানে আনায়াসে বসে অনেক ক্ষণ কথা বলতে সুবিধা হবে।

ঘর যেভাবে সাজাবেন -

• ড্রইং এর একটা দিকের আসবাবপত্র একটু সরিয়ে নিয়ে ফ্লোরিং করতে পারেন। যেখানে সবাই মিলে বৈঠক করতে পারবেন।

• কিছু বড় কুশান দিয়ে দিতে পারেন। তাহলে ফ্লোর বেড খালি দেখাবে না।

• যদি ইনডোর প্লান্ট থাকে তবে বসার জায়গা বরাবর কোনার দিকে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

• বসার জায়গা বরাবর লাইটিং এর ব্যবস্থা করতে পারেন। এখন মরিচ বাতি সহ নানান রকম হোম ডেকর লাইটের চল বেশি।

• ফ্লোর বেডের নিচে বেডের তুলনায় বড় কার্পেট ব্যবহার করুন।

• খেয়াল রাখবেন চাদর, পর্দা, কুশান ও কার্পেটের রঙ একে অপরের সাথে যেনো মানানসই হয়। তাহলে দেখতে আকর্ষণীয় হবে।

• ঘরে সুগন্ধী হিসাবে ধুপ অথবা সেন্ট ওয়ালা মোমবাতি জালাতে পারেন, তবে খেয়াল রাখতে হবে সুগন্ধির মাত্রা যেন অতিরিক্ত না হয়ে যায়। বসার জায়গা থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করবেন।