গুজরাটি কাপড়ে নারীদের পোশাক নিয়ে এসেছে ‘জুন’

Looks like you've blocked notifications!
মডেল। ছবি : জুনের সৌজন্যে

শহরে এসেছে নারীদের জামাকাপড়ের নতুন ব্র্যান্ড ‘জুন’। পোশাকে ফ্যাশনের সঙ্গে সঙ্গে যেন আরামটাও পুরোপুরি পাওয়া যায়- এই চিন্তা মাথায় নিয়েই  শিফন, সুতি, ক্রেপ, জর্জেট, সিল্ক, লিনেন, ভালো মানের নেটের তৈরি পোশাক নিয়ে হাজির হয়েছে অনলাইন ভিত্তিক এই ব্র্যান্ডটি। । প্রতিষ্ঠানটির তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি সবকিছুতেই থাকছে আভিজাত্য। যে পোশাকগুলো পার্টিতে মানিয়ে যাবে দিনে ও রাতে দুই সময়েই। 

প্রতিষ্ঠানটির কর্ণধার জান্নাত আরা অরিন জানিয়েছেন, গুজরাট থেকে আমদানি করা কাপড়ে তৈরি হয় জুনের জামাগুলো। প্রতিটির জামার ডিজাইন ও তৈরির পেছনে ক্রেতার আরামের কথা সবার আগে চিন্তা করা হয়। কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না। জামা ক্রয়ের পর গ্রাহকদের ব্যক্তিগত টেইলরিং সেবাও দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। গ্রাহকরা চাইলে পেজে বা ফোনো যোগাযোগ করে  নিজেদের মাপ অনুযায়ী পোষাক বানিয়ে নিতে পারবেন ‘জুন’ থেকে। 

অরিন বলেন, জুনের তৈরি সব পোশাকেই ডিজাইনে ভিন্নতা পাবেন। সেই সঙ্গে পাবেন আরামদায়ক অনুভূতি। আমাদের পোশাকের মূল রং এবং নকশাগুলো একেবারেই ইউনিক।  রাতের কিংবা দিনের পার্টিতে অনায়াসে পরতে পারবেন। সেইসঙ্গে গর্জিয়াস সাজের সঙ্গেও মানিয়ে যাবে অনায়াসে। আমাদের পোশাকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে  লং কামিজ, ব্লেজার ও কুর্তি। ফরমাল ট্রাউজার, কিউলটস, পালাজ্জো ইত্যাদি। বাহারি নকশাখচিত ভিন্ন ভিন্ন ঘরানার হাতার এসব পোশাক  পরতে পারবেন যেকোনো অনুষ্ঠানেই।

জুনের পোশক সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে এই  পেজে ক্লিক করতে পারেন।