ঘর সাজিয়ে দেবে এআই
কর্মব্যস্ততা শেষে মানুষ আপন নীড়ে ফিরে। তাই ঘরটা যদি থাকে সাজানো-গোছানো পরিপাটি থাকে, তাহলে মনটা হয়ে যায় ফুরফুরে। আর আমাদের ঘরকে সাজাতে-গোছাতে ও পরিপাটি রাখতে আমাদেরকে পরিকল্পনা করতে হয়। আমাদের ঘরটিকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য অনেক সময় ইন্টেরিয়র ডিজাইনারের দ্বারস্থ হতে হয়। তবে এখন আর ইন্টেরিয়র ডিজাইনারের দ্বারস্থ হতে হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আপনার ঘর সাজিয়ে দেবে।
https://www.roomgpt.io/dream এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যেকোনো রুমকে রি-ডিজাইন করা সম্ভব। মনে করুন আপনি আপনার রুমকে সাজাতে চান কিন্তু কীভাবে সাজাবেন বা বিভিন্ন জিনিস কোথায় রাখবেন সেটি বুঝতে পারছেন না। রুমের একটি ফটো তুলে এই সাইটে আপলোড করলে ওয়েবসাইট নিজেই আপনার রুমকে সুন্দরভাবে সাজিয়ে দেবে। তারপর আপনি নিজে থেকেই মতো আপনার রুমকে সাজিয়ে নিতে পারেন। তবে শুধু একটি ডিজাইন নয়, এই ওয়েবসাইট একাধিক ডিজাইন আপনাকে দেখিয়ে দেবে। তো আর দেরী কেন? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের মাধ্যমে আপনি আপনার ঘর সাজান মনের মতো করে।