নতুন বন্ধু পাতানোর দিন আজ
নতুন বন্ধু তৈরি করার দিন আজ শনিবার (১৯ অক্টোবর)। আজ নতুন কোনো বন্ধুর সঙ্গে আপনিও দিনটি উদযাপন করতে পারেন। গল্প করতে পারেন। নতুন বন্ধুকে কোনো উপহার দিতে পারেন ।
বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে। সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। এটা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে উঠতে পারে। সাধারণত একই বয়স, চিন্তাধারা এবং একই মেজাজের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। অবশ্য বর্তমান দিনে বন্ধুত্ব বয়সের সঙ্গে সম্পর্কযুক্ত নাও হতে পারে। তাই আজকের এই দিনটি কাউকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যও উপযুক্ত দিন হতে পারে।
আপনার অফিস কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একজন ব্যাক্তি আছেন, যিনি প্রতিনিয়ত সুখে, দুখে আপনার পাশে থাকছেন, উৎসাহ দিচ্ছেন তাকে আজ বন্ধু হিসেবে কাছে টেনে নিন।
হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, নতুন বন্ধুত্ব এবং সংযোগ তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ২০০৬ সালে প্রথম নতুন বন্ধু দিবস প্রচলন হয়। যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকভাবে দিসবটি প্রচলন হয়। এরপর প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। একটু একটু করে জনপ্রিয় হয়ে ওঠে দিসবটি। ২০১২ সাল নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি দারুণ জনপ্রিয়তা পায়।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার ও হলিডে ক্যালেন্ডার