চুলে কয়টি ধাপে এবং কীভাবে তেল দেবেন

চুলে তেল দেওয়ার পর কতক্ষণ অপেক্ষা করতে হয়? সারা রাত নাকি এক ঘণ্টা রাখলেই চলে? এ প্রশ্নটি হরহামেশাই শোনা যায়। তবে আদিকাল থেকে তেল নিয়ে একটা ধারণা সবার মধ্যেই আছে, যত বেশি সময় চুলে তেল থাকবে, তত বেশি চুলের জন্য ভালো।
মূলত তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলের গোড়া মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। এখন কতক্ষণ আপনি চুলে তেল রাখবেন, এটা পুরোপুরি নির্ভর করছে আপনার চুলের ধরনের ওপর। যদি আপনি স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারী হন, তাহলে তেল দেওয়ার পর এক ঘণ্টা অপেক্ষা করলেই যথেষ্ট।
আর যদি আপনার চুল অতিরিক্ত রুক্ষ হয় এবং চুলের আগা ফাটা থাকে, তাহলে সারা রাত চুলে তেল দিয়ে রাখুন। তবে ভালো ফল পেতে কয়েকটি ধাপে চুলে তেল দিতে হবে। এতে করে চুল সঠিক পুষ্টি পাবে এবং চুলের অনেক ধরনের সমস্যার সমাধান হবে।
কয়টি ধাপে এবং কীভাবে চুলে তেল দেবেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
প্রথম ধাপ
প্রথমে একটি চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিন, যাতে চুলে জট না থাকে।
দ্বিতীয় ধাপ
এবার নিজের পছন্দের তেল প্রথমে দুই মিনিট চুলার ওপর রেখে গরম করে নিন। এর পর রুমের তাপমাত্রায় ঠান্ডা করে নিন।
তৃতীয় ধাপ
সরাসরি মাথার তালুতে তেল দেবেন না। এতে চুল অনেক বেশি তেলতেলে হয়ে যাবে এবং শ্যাম্পু বেশি ব্যবহার করতে হবে। চুল অল্প অল্প ভাগ করে তুলার সাহায্যে মাথার তালু ও চুলে তেল দিন। আপনি চাইলে হাতের আঙুলে তেল নিয়েও চুল লাগাতে পারেন।
চতুর্থ ধাপ
১০ থেকে ১৫ মিনিট হাতের আঙুল দিয়ে মাথা ম্যাসাজ করুন। বেশি জোরে জোরে ঘষবেন না। এতে চুল পড়ে যেতে পারে।
পঞ্চম ধাপ
এবার একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে অতিরিক্ত পানি ফেলে দিয়ে মাথায় পেঁচিয়ে রাখুন। এই স্টিম মাথার তালুর জন্য খুবই উপকারী।
ষষ্ঠ ধাপ
চুলে বেশিক্ষণ তেল দিয়ে রাখবেন না। এতে চুলে ময়লা জমে যাবে এবং খুশকির সমস্যা দেখা দেবে। তাই যত দ্রুত সম্ভব তেল লাগানোর পর চুলে শ্যাম্পু করে ফেলুন। আর যদি শ্যাম্পু করার সময় একেবারে নাই থাকে, তাহলে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তবে এর বেশি একদমই অপেক্ষা করবেন না। কারণ, বেশিক্ষণ চুলে তেল থাকলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়তে শুরু করবে।