অভিমত
শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার দরকার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/09/photo-1483944659.jpg)
ইংরেজি নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ‘ও’ বর্ণ চেনানোর জন্য ওড়না ব্যবহার করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে ‘আদর্শ ছেলে’ কবিতাটি। এ নিয়ে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। পাঠ্যপুস্তকে এ রকম হওয়া উচিত ছিল না। এত ত্রুটিপূর্ণ বই হওয়া উচিত নয়। এমন ত্রুটিতে জাতির যে পরিমাণ ক্ষতি হয়, তার কোনো তুলনা নেই। আর এই ভুলের চেয়েও বড় কথা হলো, প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলে যে পাঠ্যসূচি এবং যে পাঠ্যক্রম, সেটাও খুব ত্রুটিপূর্ণ। আর গোটা শিক্ষাব্যবস্থাটাই তো জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। রাষ্ট্র গঠিত হচ্ছে না।
পাঠ্যবইয়ে লিঙ্গবৈষম্যও রয়েছে। যাঁরা এমন বই লিখেছেন, যাঁরা বই প্রকাশ করেছেন, তাঁরা এর জন্য প্রচণ্ডভাবে দায়ী। এই যে সংকীর্ণ দৃষ্টি, সেটা তো থাকার কথা ছিল না। গোটা শিক্ষাব্যবস্থাটাই অত্যন্ত খারাপ হয়ে গেছে। এ ঘটনার জন্য কিছু লোকের শাস্তি হতে পারে; কিন্তু শাস্তি দিয়ে কী হবে, ওটাও হয়তো লোক দেখানো ব্যাপারই হবে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গোটা শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার দরকার। যদি গোটা শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার নিশ্চিত করা যায়, তাহলে জাতিকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব।
লেখক : শিক্ষাবিদ ও প্রাবন্ধিক
অনুলিখন : সেখ ফয়সাল আহমেদ